নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল চর্চিত নেতা-নেত্রীরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন আসাউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। মিম (AIMIM) প্রধান এই নেতা সবসময় মুসলিমদের হয়েই কথা বলে থাকেন। আর তার এইভাবে মুসলিমদের হয়ে কথা বলা দেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।
আসাউদ্দিন ওয়াইসি এবারও হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করছেন। আসাউদ্দিন ওয়াইসি যদি এবার জয়লাভ করেন তাহলে তিনি পঞ্চম বারের জন্য সাংসদ হবেন। হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং হলফনামা পেশ করেছেন।
নির্বাচন কমিশনকে দেওয়া ফলকনামা থেকে জানা যাচ্ছে, কোটি কোটি টাকার সম্পত্তির (Asaduddin Owaisi Property Details) পাশাপাশি আসাউদ্দিন ওয়াইসির রয়েছে একটি পিস্তল ও একটি রাইফেল। সবচেয়ে বড় বিষয় হলো গত পাঁচ বছরে আসাউদ্দিন ওয়াইসির সম্পত্তির পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তার নামে রয়েছে একাধিক মামলা।
আসাউদ্দিন ওয়াইসির বিভিন্ন ব্যাঙ্কে আমানত সহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৮০ লক্ষ ৪৪ হাজার ১৭৯ টাকা। আসাউদ্দিন ওয়াইসির কোন অলংকার নেই। অন্যদিকে একই খাতে ও অলংকার মিলিয়ে আসাউদ্দিন ওয়াইসির স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৭১ হাজার ৮৬৫ টাকা।
মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসির নামে কোন চাষযোগ্য জমি নেই। তবে তার এবং তার স্ত্রীর নামে যৌথভাবে রয়েছে বাসযোগ্য বাড়ি। এর পাশাপাশি অন্যান্য যে সকল স্থাবর সম্পত্তি রয়েছে সেই সব মিলিয়ে আসাউদ্দিন ওয়াইসির মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৬.০১ কোটি টাকা এবং তার স্ত্রীর নামে থাকা মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৪.৯০ কোটি টাকা। এর পাশাপাশি আসাউদ্দিন ওয়াইসির নামে ৪.৩০ কোটি টাকার ঋণ রয়েছে। তার স্ত্রীর নামে থাকা ঋণের পরিমাণ ২.৭৫ কোটি টাকা।