Tapas Roy Property: আইনে স্নাতকের বাড়িতে ইডি হানা, জানুন তৃণমূল বিধায়ক তাপস রায়ের সম্পত্তির হিসেব নিকেশ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ১২ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি হানা দেন তৃণমূলের অন্যতম বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) বাড়িতে। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তাপস রায় তৃণমূলের অন্যতম মুখ হয়ে দাঁড়িয়েছে। তবে যখনই এই ধরনের কোন নেতা-মন্ত্রী অথবা বিধায়ক, সাংসদদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দেয়, তখন সাধারণ মানুষদের মধ্যেও অনেক কৌতূহল দানা বাঁধে। ঠিক যেমনটা তাপস রায়ের ক্ষেত্রেও হয়েছে, অনেকের মধ্যেই কৌতুহল তিনি কত টাকার মালিক (Tapas Roy Property)।

Advertisements

উত্তর ২৪ পরগনার বরানগরের বিধায়ক তাপস রায় একজন শিক্ষিত বিধায়ক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট পল কলেজ থেকে ১৯৮২ সালে বিএসসি পাস করেন। তবে বিএসসি পাশ করার পর আবার তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে ১৯৮৬ সালে আইনে স্নাতক হন। পড়াশুনোয় ভালো হওয়ার পাশাপাশি তিনি রাজনীতিতেও একজন ভালো মুখ হয়ে দাঁড়িয়ে ছিলেন।

Advertisements

তাপস রায়ের বার্ষিক আয় এবং সম্পত্তি সম্পর্কে ২০২১ সালে তার দ্বারা নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা থেকে অনেক তথ্য পাওয়া যায়। ২০১৫-১৬ অর্থবর্ষে তার বার্ষিক রোজগার ছিল ৩,৫৬,২৮০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তার বার্ষিক রোজগার ছিল ৪,৯১,৮৬০ টাকা। একই ভাবে তাঁর স্ত্রী শুভ্রা রায়ের ২০১৫-১৬ অর্থবর্ষে বার্ষিক রোজগার ছিল ৯,৯৭,৭৩০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে বার্ষিক রোজগার ছিল ১১,৪৩,০৬০ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Sujit Bose Property: ইলেভেন পড়া সুজিত বসুর বাড়িতে ইডি! জেনে নিন কত টাকার মালিক মন্ত্রী মশাই

২০২১ সালে তার সম্পত্তি সম্পর্কে তিনি নির্বাচন কমিশনকে যা জানিয়েছিলেন তাতে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্টে ছিল ৬,৯৩,৯৩৬ টাকা। ফিক্সড ডিপোজিটের পরিমাণ ছিল ২৩ লক্ষ ২০ হাজার ৫৫৯ টাকা। পিপিএফের পরিমাণ ছিল ১৪ লক্ষ ৫৪ হাজার ৪৮৬.০০ টাকা। তাঁর নামে ৬০ গ্রাম সোনা ছিল বলে তিনি জানিয়েছিলেন এবং সেই সময় যার বাজার মূল্য ছিল ২,৮২,০০০ টাকা।

তার স্ত্রীর নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্টে ছিল ২,৪৮,৫৬৩ টাকা। ফিক্সড ডিপোজিটের পরিমাণ ছিল ৮৫ লক্ষ ৩৫ হাজার ৮৯৩ টাকা। এসবি পিও ১৯,২৩৩ টাকা। পিপিএফের পরিমাণ ছিল ২৩ লক্ষ ৬৩ হাজার ৪৭৪ টাকা। তাঁর নামে ২২০ গ্রাম সোনা ছিল বলে তিনি জানিয়েছিলেন এবং সেই সময় যার বাজার মূল্য ছিল ১০ লক্ষ ৩৪ হাজার টাকা। এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে তাদের বিনিয়োগ রয়েছে এবং তার পাশাপাশি সম্পত্তি রয়েছে। সব মিলিয়ে তাপস রায়ের মোট সম্পত্তির পরিমাণ ৬৭ লক্ষ ৯১ হাজার ৪৮১ টাকা এবং তার স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫০ লক্ষ ২৩ হাজার ৬৬৩ টাকা।

Advertisements