Sana Javed Property: শোয়েবের তৃতীয় বউ ‘টাকার কুমির’, কত টাকার মালিক জানেন, কী করেন

নিজস্ব প্রতিবেদন : বছরখানেকের বেশি সময় ধরে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের (Shoaib Malik) সঙ্গে সানিয়া মির্জার (Sania Mirza) ডিভোর্সের জল্পনা চলছিল। এই জল্পনার মাঝেই আচমকা শনিবার শোয়েব মালিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সানা জাভেদকে (Sana Javed) নিয়ে। এরপরেই জল্পনা তৈরি হয় শোয়েব মালিক তৃতীয় বিয়ে সেরে ফেলেছেন। সেই জল্পনায় সত্যি বলে জানা যায়।

শোয়েব মালিক এবং সানা জাভেদের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে খোঁজখবর শুরু হয়েছে কে এই মহিলা? তিনি কি করেন? এর পাশাপাশি খোঁজখবর শুরু হয়েছে, কত টাকার মালিক সানা জাভেদ (Sana Javed Property)। এই সকল কৌতূহলের খোঁজখবর নিতেই জানা যায়, সানা জাভেদ কয়েক কোটি টাকার মালিক। তিনি এত কোটি টাকার মালিক যে তাকে ‘টাকার কুমির’ বলাই যেতে পারে।

সানা জাভেদ এখন শোয়েব মালিকের স্ত্রী হিসাবে পরিচিতি লাভ করলেও তার কিন্তু আলাদা এক পরিচয়ে রয়েছে পাকিস্তানে। তিনি হলেন পাকিস্তানের একজন নামকরা অভিনেত্রী। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়াও তিনি নাটকেও অভিনয় করেছেন। সানা জাভেদের বিপুল পরিমাণ সম্পত্তির মূল উৎস হল বিনোদন জগত। সিনেমা, বিজ্ঞাপন ইত্যাদি থেকে তিনি রোজগার করে বিপুল অর্থ কামিয়েছেন।

আরও পড়ুন 👉 Shoaib Malik’s first Wife: শুধু সানিয়া, সানা নন, শোয়েবের ছিল আরও এক বউ! কে তিনি

বিভিন্ন ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, সানা জাভেদ নাই নাই করে পাঁচ মিলিয়ন ডলারের মালিক। পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় সাড়ে ৪১ কোটি টাকারও বেশি। সানা মাত্র ১৮ বছর বয়স থেকে অভিনয় করতে শুরু করেছিলেন এবং বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন। তিনি টেলিভিশনের এক একটি এপিসোডের জন্য নিয়ে থাকেন এক লক্ষ পাকিস্তানি মুদ্রা।

শোয়েব মালিক এবং সানা জাভেদের বিয়ের বিষয়টি ভাইরাল হওয়ার পর অনেকে আবার দাবি করছেন, প্রেম ভালবাসা নয়, কেবলমাত্র টাকার লোভেই নাকি শোয়েব মালিক সানা জাভেদকে বিয়ে করেছেন। যদিও এই বিষয়টি কেবলমাত্র দাবি, এর কোন সত্যতা অবশ্যই নেই। কেননা, টাকার অংকে সানা জাভেদের থেকে অনেক বেশি সম্পত্তি রয়েছে শোয়েব মালিকের। তিনি নাই নাই করে ভারতীয় মুদ্রায় ২০৮ কোটি টাকার মালিক।