Shoaib Malik’s first Wife: শুধু সানিয়া, সানা নন, শোয়েবের ছিল আরও এক বউ! কে তিনি

নিজস্ব প্রতিবেদন : বিয়ে নিয়ে নতুন করে শনিবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)। সোশ্যাল মিডিয়ায় শোয়েব মালিক একটি ছবি আপলোড করার পর থেকেই তার তৃতীয় বিয়ে নিয়ে শুরু হয় জল্পনা। এবার তার সঙ্গে যাকে স্ত্রী হিসেবে দেখা গিয়েছে তিনি হলেন সানা জাভেদ। শুধু জল্পনা নয়, পাশাপাশি শোয়েব মালিকের সঙ্গে সানা জাভেদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সানা জাভেদের ম্যানেজার।

শোয়েব মালিক এবং সানা জাভেদের বিয়ের বিষয়টি নিশ্চিত করে সানা জাভেদের ম্যানেজার আরসালান শাহ লিখেছেন, “এই বিষয়টি পুরোপুরি ভাবে নিশ্চিত, আমাদের প্রিয় সুপারস্টার শোয়েব মালিক সানা জাভেদের সঙ্গে নিকাহ সেরে ফেলেছেন। নতুন দম্পতির জীবন আনন্দে ও খুশিতে ভরে উঠুক।” অন্যদিকে শোয়েব মালিকের তৃতীয় বিয়ের পর সানিয়া মির্জার সঙ্গে তার ডিভোর্স নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল সেটিও সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, তাদের ডিভোর্স হয়ে গিয়েছে।

তবে শোয়েব মালিকের স্ত্রী হিসাবে সামিনা মির্জা এবং সানা জাভেদকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় শোরগোল তৈরি হয়েছে তা শোয়েব মালিকের প্রথম স্ত্রীর ক্ষেত্রে ছিল না। এমনকি এখনো অনেকেই শোয়েব মালিকের প্রথম স্ত্রী কে ছিলেন, তিনি কি করতেন ইত্যাদি অনেকের কাছেই অজানা। কারণ শোয়েব মালিকের প্রথম বিয়ে খুব বেশি বছর টেকেনি। এছাড়াও সেই সময় এই বিষয়টি এত আলোচনার কেন্দ্রবিন্দুও হয়ে ওঠেনি। তবে শোয়েব মালিকের প্রথম স্ত্রীও ছিলেন একজন ভারতীয়।

আরও পড়ুন 👉 শোয়েবের আগেই হয়েছিল সানিয়ার বাগনান, সম্পর্কের গুঞ্জন ছিল এই বলি অভিনেতার সাথেও!

উইকিপিডিয়া থেকে জানা যায় শোয়েব মালিকের প্রথম বিয়ে হয়েছিল ২০০৬ সালে। এরপর তাদের ডিভোর্স হয়েছিল ২০১০ সালে। কিন্তু শোয়েব মালিকের প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকী দাবি করে থাকেন তাদের বিয়ে হয়েছিল ২০০২ সালে। আয়েশা সিদ্দিকী যিনি মহা সিদ্দিকী নামে পরিচিত তিনি মূলত চর্চায় এসেছিলেন শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিয়ের পর। যে সময় তিনি দাবি করেছিলেন তাকে ডিভোর্স না দিয়েই শোয়েব মালিক সানিয়া মির্জাকে বিয়ে করেছেন।

আয়েশা সিদ্দিকী হায়দ্রাবাদের একজন বাসিন্দা। তিনি পেশায় একজন শিক্ষিকা। তবে আয়েশা মোটা ছিলেন বলে শোয়েব মালিকের তাকে পছন্দ ছিল না এবং তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে শোয়েব মালিকের সঙ্গে আয়েশা সিদ্দিকীর ডিভোর্স হয়নি বলে দাবি করা হলেও পরবর্তীতে জানা যায়, দু’পক্ষের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের ছাড়াছাড়ি হয়েছিল এবং আয়েশা সিদ্দিকী ১৫ কোটি টাকা পেয়েছিলেন খরপোষ হিসাবে। এরই মধ্যে ২০১০ সালে সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন শোয়েব মালিক, তবে শোয়েবের দ্বিতীয় বিয়েও ১৩ বছরের বেশি টিকলো না। তিনি আবার নতুন করে সংসার বাঁধলেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে।