নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় নাগরিকরা সবচেয়ে স্বাচ্ছন্দ মনে করেন রেল পরিষেবাকে। যে কারণেই ভারতীয় রেলের (Indian Railways) চাহিদা দিন দিন বেড়ে চলেছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সময়ের ট্রেন ছাড়ার কথা তার থেকে অনেক দেরিতে ট্রেন ছাড়ছে, আবার অনেক ক্ষেত্রেই দূর-দূরান্তের বাসিন্দা হওয়ার কারণে ট্রেন ধরার জন্য অনেক আগেই স্টেশনে আসতে হয় যাত্রীদের।
এমন সব ক্ষেত্রে বহু সময় যাত্রীদের স্টেশনেই রাতও কাটাতে হয়। যাত্রীরা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে হয় রাতেই স্টেশনের প্ল্যাটফর্মে সময় কাটিয়ে দেন, আবার অনেকেই রয়েছেন যারা বাইরে কোথাও হোটেল ভাড়া করে সেখানে সময় কাটান। তবে বাইরে হোটেল ভাড়া করে থাকার ক্ষেত্রে অনেক বেশি খরচ হয়ে যায়। এমন পরিস্থিতি থেকে যাত্রীদের এবার উদ্ধার করতে জলের দরে রুম (Station Retiring Room) দেওয়ার ব্যবস্থা করল রেল।
রেলের তরফ থেকে এবার এই ধরনের সমস্যায় পড়া যাত্রীদের জন্য মাত্র ১৫০ টাকায় রাজকীয় রুম দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। রেলের তরফ থেকে ব্যবস্থা করা এই সকল রুমকে বলা হয় রিটায়ারিং রুম (Retiring Room)। এই সকল রুম অন্যান্য হোটেল রুমের থেকে অনেক সস্তা হওয়ার পাশাপাশি অন্যান্য হোটেল রুমের মতো সব রকম সুবিধা দিয়ে থাকে যাত্রীদের। রেলের এমন ব্যবস্থা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রীদের সুবিধা দিয়ে থাকে।
রেল স্টেশনের এই ধরনের রিটায়ারিং রুম বুকিং করার জন্য যাত্রীদের আইআরসিটিসির (IRCTC) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকেই এইসব রুম বুকিং করে নিতে হবে। তবে কোন যাত্রীর কাছে যদি বৈধ টিকিট না থাকে বা টিকিটের PNR নম্বর না থাকে তাহলে তিনি এই ধরনের রুম বুক করার কোন সুযোগ পাবেন না। স্টেশনের রিটায়ারিং রুমগুলি সিঙ্গেল ডবল এবং ডরমেটরি তিন ধরনের হয়ে থাকে। সেই মতো ভাড়াও হয়। এসি, নন এসি দুই ধরনের রুম রয়েছে।
কিছু কিছু রেল স্টেশনের রিটায়ারিং রুমে ঘন্টার ভিত্তিতে বুকিং করার ব্যবস্থা থাকলেও অন্যান্য জায়গায় তিন ঘন্টা থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। এই সকল রুমে আবার বিভিন্ন স্টেশনের ক্ষেত্রে ভাড়ায় তফাৎও লক্ষ্য করা যায়। কোন কোন স্টেশনে ১০০ টাকা থেকেই ভাড়া শুরু হয় আবার কোন কোন স্টেশনে ভাড়া ৪৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এই টাকাতেই আপনি যে ঘন্টার পর ঘন্টা থাকার সুযোগ পাবেন তা অন্য কোন হোটেলে পাবেন না।