Indian Passport Power: বিনা ভিসায় ঘুরতে পারবেন কত দেশ, নতুন বছরে কত নম্বরে ভারতীয় পাসপোর্ট!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের বহু নাগরিকরা রয়েছেন যারা বিভিন্ন সময় বিদেশ ভ্রমণ করে থাকেন। ভ্রমণের উদ্দেশ্যে হোক অথবা কাজের কারণে বহু ভারতীয়দের বিদেশে ছুটে যেতে হয়। বিদেশে ভ্রমণ করার জন্য নাগরিকদের সবার প্রথম যা প্রয়োজন তা হল পাসপোর্ট (Passport)। আবার এই পাসপোর্টের শক্তির (Passport Power) উপর নির্ভর করছে আপনি কতটা সুবিধা পাবেন একটি দেশের নাগরিক হিসাবে।

Advertisements

নতুন বছর শুরু হয়ে গিয়েছে আর এই নতুন বছরের শুরুতেই যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ভারতীয় পাসপোর্টের বর্তমান শক্তি (Indian Passport Power) দেখে নেওয়া দরকার। কেননা বর্তমানে ভারতীয় পাসপোর্টের শক্তি জানা থাকলে আপনি কোন কোন দেশ বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন তা জেনে নিতে পারবেন।

Advertisements

কোন দেশের পাসপোর্টের শক্তি কতটা তা নিয়ে হেনলি অ্যান্ড পার্টনার্স ২০২৪ হেনলি পাসপোর্ট ইনডেক্স তৈরি করেছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে লন্ডনের গ্লোবাল সিটিজেনশিপ এন্ড এডভাইস ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স এমন ইনডেক্স তৈরি করেছে। ২০২৪ সালের পাসপোর্টের শক্তির বিচারে নতুন তালিকায় প্রথম স্থানে রয়েছে একসঙ্গে ছয়টি দেশ। যে ছয়টি দেশ হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন। এইসব দেশের বাসিন্দারা ১৯৪ টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Tatkal Passport: বড় ঘোষণা, পুলিশ ভেরিফিকেশন ছাড়াই মিলবে পাসপোর্ট, তাও আবার ৭ দিনে

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন, অস্ট্রিয়া, ডেনমার্ক। এই তিন দেশের পাসপোর্ট যাদের হাতে থাকবে তারা ১৯৩ টি দেশ বিনা ভিসায় যাতায়াত করতে পারবেন। অন্যদিকে এই তালিকায় ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে ৮০ নম্বর স্থানে। ভারত ছাড়াও ৮০ নম্বর স্থানে জায়গা পেয়েছে উজবাকিস্তান। এই দুই দেশের পাসপোর্ট যে সকল নাগরিকদের হাতে থাকবে তারা ৬২টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারবেন।

ভারতের থেকে কয়েক ধাপ এগিয়ে রয়েছে চীনের পাসপোর্ট। তারা রয়েছে ৬২ নম্বর স্থানে এবং তাদের ৮৫ টি দেশ বিনা ভিসায় ভ্রমণ করার অনুমতি রয়েছে। তবে এই তালিকায় একেবারে শেষের দিকে রয়েছে ভারতের আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান। পাকিস্তানের পাসপোর্টের জায়গা হয়েছে শেষের দিকে চার নম্বরে অর্থাৎ ১০১ নম্বরে। পাকিস্তানের পাসপোর্ট রয়েছে এমন নাগরিকরা ৩৪ টি দেশে বিনা ভিসায় যাতায়াত করার অনুমতি পাবেন।

Advertisements