Fact Check of Abhijit Gangopadhyay’s Picture: টেবিলে বসে শিশির, দিব্যেন্দুর সঙ্গে তরল পান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! সামনে এলো ভাইরাল ছবির আসল গল্প

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শোনা যাচ্ছে বিচারপতি হিসাবে পদত্যাগ করার পর বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) এবারের লোকসভায় প্রার্থী হতে পারেন। তিনি প্রার্থী হলে তা হতে পারেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে। বিচারপতি হিসাবে দীর্ঘদিন কর্মজীবন চালানোর পর রাজনৈতিক জীবনে পা রাখতেই তাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা শুরু হয়েছে সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন জায়গায়।

Advertisements

অনেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এইভাবে বিচারপতির পদ ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়াকে মেনে নিতে পারছেন না। আবার অনেকেই রয়েছেন যারা গঙ্গোপাধ্যায়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের এইভাবে স্বাগত জানানোর কারণ হিসাবে তারা দাবি করেছেন, রাজনীতিকে স্বচ্ছ করতে এমন স্বচ্ছ ব্যক্তিদের রাজনীতিতে আগমন প্রয়োজন।

Advertisements

তবে এসবের মধ্যেই দিন কয়েক ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ছবিটি শিশির অধিকারীর শান্তি কুঞ্জের। যেখানেই দেখা যাচ্ছে একটি ঘরে সোফায় বসে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শিশির অধিকারী, আর তাদের সামনে অন্য একটি সোফায় বসে রয়েছেন দিব্যেন্দু অধিকারী। তিনজনের সামনে টি টেবিলে রয়েছে নানান ধরনের খাবার ও জলের বোতল, গ্লাস।

Advertisements

আরও পড়ুন ? Why Abhijit Gangopadhyay Joins BJP: কেন সিপিআইএম নয়, কেন কংগ্রেস নয়, কেন বিজেপিকেই বেছে নিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ঘটনা একেবারেই সত্যি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শান্তি কুঞ্জে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। সৌজন্য সাক্ষাতে আসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আপ্যায়নে সত্যি সত্যিই জলখাবার দেওয়া হয়েছিল অধিকারী পরিবারের তরফ থেকে। সত্যি সত্যিই টেবিলে জলের বোতল, গ্লাস এবং খাবার ছিল। এমনকি এই ছবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেও তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।

কিন্তু তৃণমূলের উদয়ন গুহ থেকে শুরু করে একাধিক যে সকল নেতাকর্মীরা ওই ছবি শেয়ার করেছেন তা এডিট করা ছবি। আসল ছবি এডিট করে সেখানে মদের বোতল বসিয়ে দেওয়া হয়েছে। এডিট করা ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় এবং তারপর সেটি ভাইরাল হয়। যে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত শোরগোল পড়ে যায়। তবে ওই ছবি মোটেই সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং সংস্থা ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের ফ্যাক্ট ক্রিসেন্ডো বাংলা। মনে করা হচ্ছে এই ভাবে ছবি এডিট করে বিচারপতি থেকে বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্যই এমনটা করা হয়েছে।

Advertisements