নিজস্ব প্রতিবেদন : দেশের সাধারণ নাগরিকরা একসময় খুব বেশি ব্যাঙ্কের (Bank) ওপর নির্ভরশীল ছিলেন না। আগে অধিকাংশ মানুষ নিজেদের সঞ্চিত টাকা পয়সা বাড়ির মধ্যে সিন্দুক অথবা বাক্সে বন্দি করে রাখতেন। তবে এর ফলে বিভিন্ন সময় চুরি, ডাকাতির ঘটনায় মাথায় হাত ফেলতে হতো তাদের। কারণ দীর্ঘদিনের সঞ্চিত টাকা পয়সা একবারেই লুট হয়ে যেত। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে ধীরে ধীরে বাড়তে শুরু করে ব্যাঙ্কের ব্যবহার। এখন অধিকাংশ মানুষ নিজেদের কষ্টার্জিত টাকা পয়সা ব্যাঙ্কে জমা রেখে নিশ্চিন্তে ঘুমান।
তবে আবার বিভিন্ন ঘটনা ব্যাংকে রাখা টাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে। অনেক সময় দেখা যায় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) বিভিন্ন নিয়ম না মানার কারণে জরিমানা থেকে শুরু করে লাইসেন্স বাতিলের মতো ঘটনার সম্মুখীন হয়। এছাড়াও দেউলিয়া হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। এমন পরিস্থিতিতে ব্যাংকে টাকা রাখাও সে পুরোপুরি নিরাপদ তা বলা যায় না। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য নজরদারি চালাচ্ছে সবসময়।
এবার একইভাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের মানুষদের জানিয়ে দেওয়া হলো, দেশের কোন কোন ব্যাংক সবচেয়ে বেশি নিরাপদ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা তালিকায় থাকা ব্যাংকগুলিতে টাকা সঞ্চয় রাখা সবচেয়ে নিরাপদ। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইমপোর্ট্যান্ট ব্যাঙ্কস ২০২২ নামে একটি তালিকা প্রকাশ করেছে এবং সেখান থেকেই সবচেয়ে নিরাপদ ব্যাংকগুলির নাম জানা যাচ্ছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে, সবচেয়ে নিরাপদ ব্যাংকের তালিকায় (India’s Safest Banks) রয়েছে তিনটি ব্যাংকের নাম। আবার ওই তিনটি ব্যাংকের মধ্যে একটি রয়েছে সরকারি ব্যাংক এবং বাকি দুটি রয়েছে বেসরকারি ব্যাংক। এই তিনটি ব্যাংকে সবচেয়ে বেশি নিরাপদ বলে মনে করা হয়েছে, কারণ এইসব ব্যাংকগুলি দেশীয় ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে তিনটি ব্যাংককে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক বলে জানানো হয়েছে সেই সব ব্যাংকের তালিকায় প্রথমেই রয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশে একাধিক সরকারি ব্যাংক থাকলেও একমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই সরকারি ব্যাংক হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছে। অন্যদিকে একাধিক বেসরকারি ব্যাংক থাকলেও সেইসব ব্যাংকের মধ্যে কেবলমাত্র এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিসিআই ব্যাঙ্ক এই তালিকায় রয়েছে।