নিজস্ব প্রতিবেদন : লোকসভা নির্বাচনের আগে দেশের প্রতিটি রাজনৈতিক দল মানুষের আরও বেশি কাছে আসার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে। ঠিক সেই রকমই প্রয়াস চালানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও। এমন প্রয়াসের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government) দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প অন্যতম। কেননা এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এলাকায় ক্যাম্প করে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়া হয়। এই ধরনের ক্যাম্পের ফলে উপভোক্তাদের কষ্ট করে সরকারি অফিসে দৌড়াতে হয় না।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চলতি বছরের শেষ দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে আগামী ১৫ ডিসেম্বর থেকে। নবান্ন সূত্রে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে এই ক্যাম্প ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ওই ১৭ দিন উপভোক্তারা সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১ জানুয়ারি ২০২৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পরিসেবা পৌঁছে দেওয়ার কাজ চালানো হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত যতবার দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তাদের অধিকাংশ ক্যাম্পেই নতুন নতুন কোন না কোন প্রকল্প নিয়ে চমক দিতে দেখা গিয়েছে। কখনো লক্ষ্মীর ভাণ্ডার, কখনো পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প ইত্যাদির মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ক্যাম্পে টানতে দেখা গিয়েছে। এসবের পরিপ্রেক্ষিতেই কৌতুহল যাচ্ছে, বছরের শেষ ক্যাম্পে কোন প্রকল্প এনে চমক দেবে রাজ্য সরকার!
আরও পড়ুন ? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও নাম তোলা হয়নি! ডিসেম্বরে রয়েছে বড় সুযোগ! হাতছাড়া করলে পস্তাবেন
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানা গিয়েছে, অন্যান্য বারের মতো এবারও দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আবেদন সহ মোটামুটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল প্রকল্প রয়েছে সবেই আবেদন করা যাবে। তবে নতুন কোন প্রকল্প এবার এই দুয়ারে সরকার ক্যাম্পে যোগ হচ্ছে কিনা তা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
অন্যদিকে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে সবচেয়ে বেশি যে প্রকল্পের ওপর নজর দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে সেটি হল কর্মসাথী প্রকল্প। ইতিমধ্যেই এই বিষয়ে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসাথী প্রকল্পের মধ্য দিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভূক্তকরণ করার উপর জোর দেওয়া হচ্ছে। গত দুয়ারে সরকার ক্যাম্প অর্থাৎ সেপ্টেম্বর মাসেও একইভাবে এই প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছিল। এই প্রকল্পের মধ্য দিয়ে পরিযায়ী শ্রমিকদের একগুচ্ছ সুবিধা তুলে দেওয়ার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার।