সুখবর, কৌশিকী অমাবস্যায় সহজেই পৌঁছে যান তারাপীঠ! স্পেশাল ট্রেন দিল রেল

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের (Train) উপর ভর করেই দেশের অধিকাংশ মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে দেখা যায়। প্রয়োজনীয় কাজ থেকে তীর্থযাত্রা, ঘুরতে যাওয়া সবকিছুতেই রেল পরিষেবা নির্ভর হয়ে উঠেছেন মানুষ। তবে এরই মধ্যে যখন সামনেই কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya), ঠিক সেই সময় তারাপীঠ রুটে রেল পরিষেবা নিয়ে চিন্তায় পড়তে দেখা গিয়েছিল পুণ্যার্থীদের। যদিও ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, পরিস্থিতির বিবেচনা করে সমস্ত রকম ব্যবস্থা করা হবে।

গত মাসে রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত তৃতীয় লাইনের কাজ চলার কারণে এমনিতেই এই রুটের অধিকাংশ দূরপাল্লার ট্রেন বন্ধ ছিল। কিছু কিছু ট্রেনকে ঘুর পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা যখন ঘিরে ধরেছে পুণ্যার্থীদের, ঠিক সেই সময় পূর্ব রেলের তরফ থেকে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠের জন্য ৬টি স্পেশাল ট্রেন দেওয়া হল। ওই ট্রেনগুলি কখন কোথায় থেকে ছাড়বে চলুন দেখে নেওয়া যাক।

পূর্ব রেলের তরফ থেকে যে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে সেই স্পেশাল ট্রেনগুলি ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন দিন যাতায়াত করবে। যাওয়া এবং আসা মিলিয়ে তিন দিনের জন্য ছটি স্পেশাল ট্রেন হাওড়া থেকে রামপুরহাট যাতায়াত করবে। তিন দিনই হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে এবং রামপুরহাট পর্যন্ত যাবে। ফের রামপুরহাট থেকে হাওড়া আসবে নির্ধারিত সময় মেনে।

কৌশিকী অমাবস্যা উপলক্ষে ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া থেকে ভোর ৫:৪৫ মিনিটে একটি স্পেশাল ট্রেন ছাড়বে। ট্রেনটি রামপুরহাট পৌঁছাবে সকাল ৯ঃ৫০ মিনিটে। ফেরার পথে ১১:০৬ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে এবং হাওড়া পৌঁছাবে দুপুর ৩:০৫ মিনিটে। রেলের তরফ থেকে এই স্পেশাল ট্রেন যাওয়ার ফলে বহু পুণ্যার্থীরা সহজেই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ যাওয়া আসা করতে পারবেন।

রেলের তরফ থেকে যে স্পেশাল ট্রেনটি দেওয়া হয়েছে সেটিতে কোনরকম সংরক্ষিত কামরা থাকছে না। ফলে যাত্রীরা আগে থেকে টিকিট বুকিং করে রাখার সুযোগ পাবেন না। স্পেশাল এই ট্রেনটি হাওড়া এবং রামপুরহাট ছাড়াও মাঝে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, সাঁইথিয়া স্টেশনে স্টপেজ দেবে।