Santiniketan Basanta Utsav: এবার কোথায় হবে শান্তিনিকেতনের বসন্ত উৎসব, কি কি নিয়ম মানতে হবে জানালো পুলিশ

নিজস্ব প্রতিবেদন : শান্তিনিকেতনের পৌষ মেলার জন্য যেমন প্রতি বছর দেশ-বিদেশের মানুষেরা তাকিয়ে থাকেন, ঠিক সেই রকমই দেশ-বিদেশের মানুষেরা তাকিয়ে থাকেন বসন্ত উৎসবের জন্য। কেননা শান্তিনিকেতনের এই বসন্তোৎসব (Santiniketan Basanta Utsav) বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে। যে কারণে প্রতিবছর এই দিনটিতে দূরদূরান্ত থেকে মানুষেরা ছুটে আসেন বোলপুর শান্তিনিকেতনে।

তবে ২০১৯ সালের পর থেকে শান্তিনিকেতনের আশ্রম মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়নি। মূলত কোভিড অতিমারির কারণে প্রথম তা বন্ধ হয় এবং এর পর থেকেই ঘরোয়া ভাবে বিশ্বভারতীতে বসন্ত উৎসব পালিত হওয়া শুরু হয়। অন্যদিকে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের উপর নির্ভর করে থাকেন এলাকার বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। কেননা এই মুহূর্তগুলিতে তাদের রোজগারের আলাদাভাবে পথ খুলে যায়।

কিন্তু এই বছরও বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসব পালন করার কোন ঘোষণা করেনি। যে কারণে পুলিশের তরফ থেকে শান্তিনিকেতনের বসন্ত উৎসব পালনের একটি বিকল্প পথ দেখানো হয়েছে। এই বিষয়টি নিয়ে বীরভূম জেলা পুলিশের শান্তিনিকেতন থানার তরফ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে এবার শান্তিনিকেতনের বসন্ত উৎসব হবে ২৫ মার্চ সোনাঝুরি অঞ্চলে।

আরও পড়ুন 👉 Basanta Utsav Santiniketan: এবার কী শান্তিনিকেতনে হবে বসন্তোৎসব! কি মিলল উত্তর

সোনাঝুড়ি অঞ্চলে বসন্ত উৎসব পালন করার বিষয়ে জানানোর পাশাপাশি তাদের তরফ থেকে যানবাহন পার্কিং সংক্রান্তও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকায় মূলত বলা হয়েছে, কোন দিক থেকে আসা যানবাহন কোথায় পার্কিং করে পর্যটকরা সোনাঝুরির দিকে এগিয়ে যাবেন। এলাকাকে যানজট মুক্ত রাখার জন্য পৌষ মেলা এবং বসন্ত উৎসবের সময় এই সকল নির্দেশিকা জারি করা হয় পুলিশের তরফ থেকে।

সোনারঝুরি অঞ্চলের রাস্তা খুব সংকীর্ণ হওয়ার কারণে বসন্ত উৎসবের দিন যাতে যানজট না হয় এবং স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের কোন অসুবিধা যাতে না হয়, তার জন্য সোনাঝুড়ি অঞ্চলে ঐদিন কোন যানবাহনের প্রবেশ করতে দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে। এর ফলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা নিশ্চিন্তভাবে যানজট এড়িয়ে দিনটি উপভোগ করতে পারবেন।