Traffic Challan Rules: লাইসেন্স না থাকা বন্ধুকে বাইক চালাতে দিয়েছেন! পুলিশ ধরলে আপনাকে কত গুনতে হবে জানেন

Know the Traffic Challan Rules before letting a friend who does not have a license to ride a bike: বন্ধুর নিজস্ব কোন মোটরসাইকেল বা গাড়ি নেই কিন্তু গাড়ি সে খুব ভালোই চালায়। এমন ঘটনা অনেকবার লক্ষ্য করা যায় যে, বন্ধুকে নিজের গাড়ি অনেকেই চালাতে দেয় যদিও সেই বন্ধুর কাছে থাকে না কোন বৈধ লাইসেন্স। এটা কি সত্যিই আইনের মধ্যে নাকি বেআইনি? অজান্তেই পড়তে পারেন বড় বিপদে, হতে পারে মোটা অংকের জরিমানা। মোটর (Traffic Challan Rules) ভেহিকেল আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া যদি গাড়ি চালান তাহলে আপনাকে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। অথবা হতে পারে ৩ মাস পর্যন্ত জেল; কিন্তু, এর সঙ্গে আরও একটি নিয়ম রয়েছে যা জেনে রাখা দরকার।

এই ঘটনা প্রায়ই লক্ষ্য করা যায় যে, নতুন গাড়ি বা বাইক কিনে বন্ধুদের চালাতে দেয় বহু মানুষ। কিন্তু এর কি পরিণাম হতে পারে তা আদৌ কারো জানা নেই। বন্ধুর আবদার রাখতে তাকে দিয়ে দেওয়া হয় গাড়ির চাবি। কিন্তু বৈধ লাইসেন্স ছাড়া আদৌ কি গাড়ি চালানো সম্ভব? কি বলছে মোটর ভেহিকেল আইন (Traffic Challan Rules)? যদি আপনার লাইসেন্স থাকে তাহলে জরিমানার হাত থেকে বেঁচে যাবেন। কিন্তু যদি না থাকে মোটা টাকা ফাইন দিতে হতে পারে আপনাকে।

মোটর ভেহিকেল আইনের মোটর (Traffic Challan Rules) ভেহিকেল আইন অনুযায়ী ৫ r/w২৮০ ধারা অনুযায়ী, যদি আপনি এমন কোন ব্যক্তিকে গাড়ি চালানোর পারমিশন দেন যার ড্রাইভিং লাইসেন্স নেই তাহলে অবশ্যই ১০০০ টাকা চালান জমা দিতে হতে পারে। কখনোই বৈধ লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি চালাতে দেবেন না এতে ক্ষতি আপনারই হতে পারে। তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। পাশাপাশি সেই ব্যক্তি যদি গাড়ি বা বাইক নিয়ে বেপরোয়া ড্রাইভিং করে এবং তার ফলে গাড়ির কোনও ক্ষতি হয় তাহলে সম্পূর্ণ দায় সেই গাড়ি মালিকের হবে।

আরও পড়ুন 👉 Helmet wear traffic rule: হেলমেট না পরলে দিনে কতবার চালান কাটতে পারে পুলিশ, সর্বাধিক কত লাগবে জরিমানা

আবার মোটর ভেহিকেল আইনের মোটর (Traffic Challan Rules) ভেহিকেল আইন অনুযায়ী ১৭৭ ধারা অনুযায়ী, যদি আপনি বেপরোয়া ড্রাইভিং করেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে ১০০০ টাকা। সে যদি ভুল করে স্পিড লিমিটের বাইরে গাড়ি চালায় তাহলেও ১০০০ টাকা চালান জমা দিতে হবে কিংবা ৬ মাস পর্যন্ত জেল হতে পারে। মোটর ভেহিকেল আইনের ১৮৪ ধারায় এই নিয়মের উল্লেখ রয়েছে।

সাধারণত গাড়ি বা বাইক সময় কখনোই মোবাইল ব্যবহার করা উচিত নয়। কিন্তু এই ভুল যদি কেউ করে তাহলে তাকে ১০০০ টাকা চালান দিতে হবে। যেকোনো গাড়ি সাবধানে চালানোটা অত্যন্ত জরুরি। ভালোবেসে যাদেরকে গাড়ি চালাতে দিচ্ছেন তারা আদৌ গাড়ি চালাতে পারবে কিনা সেটা আগে জেনে নিন। কারণ গাড়ি নিয়ম ভাঙলে তার দায়ভার সম্পূর্ণ আপনার হবে। এছাড়াও দিতে হবে মোটা অংকের চালান।