অনুপমের এই গানে ছিলেন শুধুই পিয়া! আজ অন্য ঘরে যেতেই আফসোস গায়কের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সঙ্গীতশিল্পী হিসাবে জনপ্রিয়দের তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন অনুপম রায় (Anupam Roy)। গানের জগতে বিভিন্ন সময় ঝড় তোলার জন্য তিনি শ্রোতাদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন। তবে সম্প্রতি পিয়া (Piya Chakraborty) পরমব্রতকে (Parambrata Chattopadhyay) বিয়ে করার পর তারা এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন।

Advertisements

অনুপম এবং পিয়ার বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে দু’বছর আগেই। ২০১৫ সালে তারা বিয়ে করার ৬ বছরের মধ্যেই সম্পর্কের অবনতি থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আলাদা হওয়ার পর গত ২৭ নভেম্বর পিয়া পরমব্রতর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এরপর থেকেই পিয়া, অনুপম এবং পরমব্রতকে নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। গত সোমবারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে তাদের জীবনের নানান মুহূর্ত।

Advertisements

এই সকল প্রসঙ্গে উঠে আসতেই এবার উঠে এলো একটি গানের প্রসঙ্গ। যে গানটি অনুপম রায় লিখেছিলেন তার প্রাক্তন স্ত্রী পিয়াকে নিয়েই। যে গানটি রিলিজ হয়েছিল ২০১৪ সালে। সময়টা ছিল অনুপম এবং পিয়ার বিয়ের আগেই। ২০১৪ সালে যে চতুষ্কোণ জনপ্রিয় সিনেমাটি মুক্তি পেয়েছিল সেই সিনেমার ‘বোবা টানেল’ গানটি অনুপম রায় লিখেছিলেন পিয়া চক্রবর্তীকে নিয়ে। এই গান যে পিয়াকে নিয়েই লেখা হয়েছিল তার স্বীকার করতেও দেখা গিয়েছিল অনুপমকে।

Advertisements

অনুপম রায় জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মের এক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন। যেখানে সঞ্চালকের সঙ্গে কথোপকথনের সময় নিয়ে এই গান প্রসঙ্গে অনুপম রায়কে নানান কথা বলতে শোনা গিয়েছিল। সেখানেই অনুপম রায়কে দেখা গিয়েছিল, নিজের আইকনিক স্টাইলে গিটার হাতে এই গানটি গাইতে। সম্প্রতি সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পিছনে রয়েছে আরও একটি কারণ।

ওই অনুষ্ঠানের সঞ্চালক অনুপম রায়কে প্রশ্ন করেছিলেন, যার কথা তিনি বলতে চান না তিনি কি স্ত্রী ছাড়া অন্য কেউ? এই প্রশ্নের উত্তরে অনুপম রায় যা জানিয়েছিলেন তা হল, ‘আপাতত সে আমার স্ত্রী’। অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদের সময়ও অনুপমকে জানাতে দেখা গিয়েছিল, তারা বৈবাহিক সম্পর্ক থেকে আলাদা হলেও আগের মতই বন্ধু থাকবেন। কিন্তু সম্প্রতি পিয়া পরমব্রতকে বিয়ে করার পর বিভিন্ন সময়ে অনুপমের চোখে মুখে আফসোসের ছবি ধরা পড়েছে। ফুটে উঠেছে তার হতাশাগ্রস্থ জীবনের প্রতিটি মুহূর্ত।

Advertisements