‘যে রাঁধে সে..’, অনুব্রতর রাঁধুনিও কোটি টাকার মালিক!

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেপ্তার হওয়ার পর এখন রয়েছেন দিল্লিতে ইডি (ED) হেফাজতে। তাকে দিল্লি নিয়ে যাওয়ার পর তার ঘনিষ্ঠদেরও তলব করা হচ্ছে। সেই তলবে ইতিমধ্যেই হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হন অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারি (Manish Kothari)।

এরই মধ্যে অনুব্রত মণ্ডলের বাড়ির রাঁধুনি বিজয় রজক ইডি তলব পেয়ে শুক্রবার হাজিরা দেন। ইডি সূত্রে জানা যাচ্ছে, গরু পাচারের টাকা লেনদেনের ক্ষেত্রে সক্রিয় ভাবে জড়িত অনুব্রত মণ্ডলের রাঁধুনি বিজয় রজক (Vijay Rajak)। তার কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে, এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

একজন রাঁধুনির কোটি টাকার সম্পত্তি রয়েছে এমনটা জানাজানি হতেই তাকে নিয়ে কৌতূহল বাড়বে এটাই স্বাভাবিক। প্রশ্ন হল এই বিজয় রজক কে? জানা যাচ্ছে বিজয়ী রজক বীরভূমের লাভপুরে থাকা শম্ভুনাথ কলেজে গত তিন বছর ধরে অশিক্ষক কর্মী হিসাবে কাজ করেন। তার পৈত্রিক বাড়ি রয়েছে বোলপুরের কালিকাপুরে অর্থাৎ যেখানে অনুব্রত মণ্ডলের বাড়ি।

শম্ভুনাথ কলেজে চাকরিতে ঢোকার আগে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার পরিচয় হয়। তারপর ২০১২ সাল থেকে তিনি অনুব্রত মন্ডলের বাড়িতে রাঁধুনি হিসাবে কাজ করতেন। বিজয় রজক একজন শিক্ষিত এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান থাকার কারণে অনুব্রত মণ্ডল তাকে দায়িত্ব দেন নিজের ফেসবুক পেজ চালানোর।

এখানেই শেষ নয়, এর পাশাপাশি নিজের ফেসবুক পেজে ভালো ভালো ছবি পোস্ট করার জন্য অনুব্রত মণ্ডল বিজয় রজকের গলায় ক্যামেরাও ঝুলিয়ে দেন। ক্যামেরা হাতে পাওয়ার পর অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হয়ে উঠেছিলেন বিজয় রজক। বিভিন্ন জায়গায় জনসভা থেকে শুরু করে কর্মীসভার ছবি বিজয় রজকের হাত ঘুরেই অনুব্রত মণ্ডলের ফেসবুক পেজে আপলোড হতো।