নতুন প্রজন্মের কাছে জিন্স পরার উন্মাদনাই আলাদা। জিন্স পছন্দ করেনা এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকে বড়, পুরুষ কিংবা মহিলা সবাই জিন্স পরে স্বাচ্ছন্দ বোধ করে। বর্তমান মার্কেটে বিভিন্ন রঙের, বিভিন্ন কোম্পানির জিন্স পাওয়া যায়। কিন্তু জিন্স পোশাকটি বরাবরই ক্যাজুয়াল ওয়্যার এর তকমা পেয়ে এসেছে। সেটাই চলবে যুগ যুগ ধরে। জিন্স মানুষের মধ্যে যত জনপ্রিয় হোক না কেন এর খুঁটিনাটি বিষয়ে কেউ সেরকমভাবে কিছু জানে না। যেমন জিন্সের কালার বেশিরভাগ সময় নীল হয় কেন? কেন এর ডানদিকে উপরে থাকে ছোট্ট একটি পকেট (Tiny pocket of jeans)? এইসব প্রশ্নের উত্তরই আজকে খুঁজে পাবো প্রতিবেদনটিতে।
প্রথমেই জেনে নেওয়া যাক জিন্সের ইতিহাস সম্পর্কে। কোথা থেকে উৎপত্তি হয়েছে এই শব্দটির? জিন্স শব্দটি আসলে একটি ফরাসি শব্দ। ‘জিন ফাস্টেইন’ শব্দ থেকে এই শব্দের সৃষ্টি। সুতির কাপড়ের বিশেষ অবস্থা কে বোঝাতেই এরকম নামকরণ করা হয়েছে। জানেন কি কবে প্রথম তৈরি হয়েছিল জিন্স? অনেকে মনে করেন ১৫ শতাব্দীতে হয় ইতালি কিংবা ফ্রান্সের প্রথম জিন্স তৈরি করা হয়েছিল। তারই মধ্যে অষ্টাদশ শতকে আমেরিকায় জিন্সের ব্যবহার শুরু হয়ে যায়। এইবার আলোচ্য বিষয় হল কেন জিন্সের ওপরে থাকে ছোট্ট একটি পকেট (Tiny pocket of jeans)?
জানলে আশ্চর্য হবেন যে, যেই সুতো থেকে জিন্স তৈরি হয় তা যথেষ্ট মজবুত এবং টেকসই। জিন্সে যে কাপড় ব্যবহার করা হয় তা ১০০% সুতি থাকে। তবে ভাববেন না আজকাল বাজারে যেসব ডেনিম পাওয়া যায় তা সবই পুরোপুরি সুতি হয়। জিন্সকে স্ট্রেচেবল করার জন্য এর মধ্যে ইলাস্টিক মেটেরিয়াল মেশানো হয়ে থাকে। ডেনিমের সব থেকে পছন্দের এবং জনপ্রিয় কালার হল নীল। ক্রেতাদেরও এই ধরনের রং বেশি পছন্দ হয়। এই ডেনিম প্রথম ইউরোপে তৈরি হলেও পরবর্তীকালে আমেরিকার মানুষ এর প্রচলন ঘটায় ব্যাপক হারে। কিন্তু বিশ্বায়নের ফলে সমগ্র পৃথিবী জুড়ে জিন্সের ব্যবহার অনেকাংশ বেড়ে যায়। অবাক হয়ে যাবেন শুনলে যে, বিশ্বের ৫০ শতাংশ ডেনিম তৈরি হয় এশিয়ার কয়েকটি দেশে। যার মধ্যে ভারত, বাংলাদেশ এবং চীন হল অন্যতম।
একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক করে কেন জিন্সের ডান দিকের পকেটের উপরে থাকে ছোট্ট আরেকটি পকেট (Tiny pocket of jeans)? পকেটটি বেশিরভাগ সময় কোনো কাজে আসে না, আবার কেউ কেউ এই পকেটে কয়েনও রাখেন। মাঝে মাঝেই মনে হয় তাহলে এই অপ্রয়োজনীয় পকেটের কি দরকার? কিন্তু এর পেছনে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ কারণ।
এখন প্রয়োজন না হলেও কোন এক সময় এই ছোট পকেটটির (Tiny pocket of jeans) প্রয়োজন ছিল। আগেকার দিনে পকেট ওয়াচ মানুষ ব্যবহার করতেন, সেই পকেট ওয়াচ রাখার জন্যই এই ছোট পকেট তৈরি করা হয়েছে। পুরুষেরা তখন ছোট ছোট পকেট ওয়াচ ব্যবহার করতেন। এবার হয়তো বুঝতে পারছেন ছোট পকেটটির আসল প্রয়োজনীয়তা। ১৮৯০ সালে লিভাইস কোম্পানি প্রথম এই ছোট পকেটটি তৈরি করে। বর্তমানে কেউ আর পকেট ঘড়ি ব্যবহার করেন না কিন্তু জিন্সে এখনো সেই ছোট্ট পকেট রয়ে গেছে।