Kolkata Airport Metro: শীঘ্রই শেষ হবে এয়ারপোর্ট মেট্রোর কাজ, চলতি বছরেই হবে ট্রায়াল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata Airport Metro: মেট্রো হলো তিলোত্তমানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিবহনব্যবস্থা। সারা শহরে শিরা উপশিরার মত ছড়িয়ে রয়েছে কলকাতা মেট্রো। যাতায়াতের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করেছে কলকাতা মেট্রো। খুব সহজেই শহরের যেকোনো প্রান্তে পৌঁছানো যাবে মেট্রোর সাহায্যে। শেষের পথে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের (জয় হিন্দ স্টেশন) কাজ। মঙ্গলবার স্টেশন পরিদর্শনে আসেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের (নোয়াপাড়া-বারাসত করিডর) কাজ প্রায় শেষের পথে। পরিদর্শনে আসার আসল উদ্দেশ্য হলো এয়ারপোর্ট মেট্রো স্টেশনের কাজ কতটা এগিয়েছে, সেটাই খতিয়ে দেখা।

Advertisements

প্রাথমিকভাবে নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত কলকাতা মেট্রোর (Kolkata Airport Metro) ইয়েলো লাইনের কাজ পুরো অংশে (১৬ কিলোমিটার) পরিষেবা শুরু করা হবে। এয়ারপোর্ট মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষের পথে। মেট্রো কর্তৃপক্ষ প্রথমে সিদ্ধান্ত নিয়েছে যে, নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশে (সাত কিলোমিটার) বাণিজ্যিক পরিষেবা চালু করা হবে। পরিকল্পনা অনুযায়ী এগোনো হচ্ছে মেট্রোর কাজ।

Advertisements

আরো পড়ুন: প্ল্যাটফর্ম সংস্করণের কাজে ব্যবহার হচ্ছে রাফ গ্রানাইট, কিভাবে সাজানো হবে হাওড়াকে

এয়ারপোর্ট মেট্রো স্টেশনের (Kolkata Airport Metro)পরিদর্শন করতে এসে মেট্রো রেলওয়ের নির্মাণ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার দেবেন্দর কুমার জানিয়েছেন, বর্তমানে সিঁড়ি তৈরির কাজ প্রায় শেষের দিকে। পাশাপাশি দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মেঝের কাজ সম্পূর্ণ হয়ে এসেছে। ডিসেম্বর থেকে শুরু হবে ‘ট্র্যাভেলেটর’ বসানোর কাজ। মেট্রোর জেনারেল ম্যানেজার নির্দেশ দিয়েছেন যে, যখনই সব কাজ শেষ হবে তারপর যেন অনুমোদন পাওয়ার জন্য আবেদন করা হয়।

Advertisements

আরো পড়ুন: হাওড়া থেকে একাধিক ট্রেনে অতিরিক্ত কামরা, দুর্দান্ত সুযোগ, আপনার টিকিট এবার ১০০% নিশ্চিত

একবার পরিষেবা শুরু হয়ে গেলে মেট্রো পথে যুক্ত হয়ে যাবে হাওড়া এবং কলকাতা বিমানবন্দর। কিন্তু এটি সরাসরি যুক্ত হবে না। কিন্তু যাত্রীদের হাওড়ায় নেমে ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরে এসপ্ল্যানেড আসতে হবে। তারপর সেখান থেকে নর্থ-সাউথ করিডরের মেট্রো ধরে নোয়াপাড়ায় যেতে হবে যাত্রীদের। অবশেষে ইয়েলো লাইনের মেট্রো ধরে পৌঁছানো যাবে এয়ারপোর্টে।

এই অংশে পরিষেবা শুরু হয়ে গেলে মেট্রো পথে যুক্ত হয়ে যাবে হাওড়া এবং কলকাতা বিমানবন্দর, তবে সরাসরি যুক্ত হবে না। কিন্তু হাওড়ায় নেমে ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরে এসপ্ল্য়ানেডে আসতে হবে। সেখান থেকে নর্থ-সাউথ করিডরের মেট্রো ধরে নোয়াপাড়ায় নামতে হবে যাত্রীদের। আর তারপর ইয়েলো লাইনের মেট্রো ধরে পৌঁছে যেতে পারবেন এয়ারপোর্টে (Kolkata Airport Metro)।

Advertisements