১১২টি পুরসভার ভোট প্রক্রিয়া দ্রুত সারতে হবে, নির্দেশ হাইকোর্টের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রতিটি পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো নির্বাচন হয়নি। আর এই নির্বাচন না হওয়ায় হাইকোর্টে ইতিমধ্যেই তিনটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা হল হাওড়া পৌরসভা, দ্বিতীয়টি কলকাতা পৌরসভা এবং অন্যটি রাজ্যের অন্যান্য পৌরসভার ভোট করানো নিয়ে। আর এই তিনটি মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো রাজ্যের ১১২টি পৌরসভায় দ্রুত ভোট প্রক্রিয়া সমাপ্ত করার।

Advertisements

Advertisements

হাওড়া পৌরসভার নির্বাচনের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মসিরুদ্দিন শেখ। পাশাপাশি রাজ্যের বাকি অন্যান্য পৌরসভায় নির্বাচনের দাবিতেও মামলা দায়ের হয়, তার রায় দেওয়া হলো শুক্রবার। হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও মহঃ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ জানতে চায় নির্বাচন না করানোর কারণ।

Advertisements

এরপর ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় পুরভোটের যাবতীয় যা কাজ বাকি রয়েছে তা দ্রুত সারতে হবে। তবে হাওড়া সহ রাজ্যের ১১১টি পৌরসভার ক্ষেত্রে দ্রুত নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করার নির্দেশ দেওয়া হলেও কলকাতা পৌরসভা নিয়ে আদালতে দিন কিছু জানায়নি। কারণ কলকাতা পৌরসভার প্রশাসক নিয়োগকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই একজন আদালতের দ্বারস্থ। যে মামলা বিচারাধীন হওয়ায় কোনো মন্তব্য করেনি আদালত।

প্রসঙ্গত, হাওড়া পৌরসভার মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালের ১০ ডিসেম্বর। একইভাবে রাজ্যের অন্যান্য পৌরসভাগুলিরও মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর এই সকল প্রতিটি পৌরসভায় দায়িত্বে বসেছেন এক একজন করে প্রশাসক। অন্যদিকে লক্ষ্য করা গেছে এই প্রশাসকরাই আগে চেয়ারম্যান অথবা কাউন্সিলর হিসেবে ছিলেন। যে কারণে বিরোধীদের অভিযোগ সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।

Advertisements