হেরিটেজ বাড়ির একাংশ বিক্রি করেছেন শোভন, ফের পড়তে চলেছেন সিবিআইয়ের কোপে

নিজস্ব প্রতিবেদন : কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চ্যাটার্জি একাধিকবার নিজের বান্ধবী বৈশাখী ব্যানার্জিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছেন। আর এবার এই শোভন চ্যাটার্জীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার মূলে রয়েছে মারাত্মক অভিযোগ।

কাছের বান্ধবী বৈশাখী ব্যানার্জির জন্য শোভন চ্যাটার্জি মেয়র পদ, মন্ত্রিত্ব, এমনকি নিজের সংসার পর্যন্ত ছেড়ে দিয়েছেন। এইসব ছেড়ে দেওয়ার পাশাপাশি এখন তার সঙ্গে আর রাজনীতিরও তেমন যোগাযোগ নেই। তবে তিনি মেয়র থাকাকালীন যে কাণ্ড ঘটিয়েছেন তা নিয়েই সিবিআই তদন্তের নির্দেশ।

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জীর বিরুদ্ধে ত্রিপুরা ভবনের একাংশ বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। সারদা নারদা মামলার পাশাপাশি এই ভবনের একাংশ বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ত্রিপুরা ভবন হলো হেরিটেজ ভবন। আর যখন শোভন চ্যাটার্জি কলকাতার মেয়র ছিলেন তখন তিনি ওই বাড়ির একাংশ বিক্রি করে দেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

শোভন চ্যাটার্জীর ছাড়াও আদালত সূত্রে জানা যাচ্ছে এই মামলায় নাম রয়েছে শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যেরও। কারণ তিনি বহু বছর ধরেই রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান। তিনি এই পদে বহাল থাকাকালীনই ত্রিপুরা ভবনের একাংশ বিক্রি হয়েছে। সুতরাং এই বিষয়টি তার জানা উচিত বলে মনে করছেন অনেকেই। যদিও শোভন চ্যাটার্জিকে জেরা করলেই তা স্পষ্ট হয়ে যাবে।

রাজনীতি থেকে দূরে সরে থাকার পর শোভন চ্যাটার্জি নারদা সারদা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। আর এবার ফের নতুন করে একটি কাণ্ডে তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে ফের ফ্যাসাদে বললেন শোভন চ্যাটার্জি তা নিয়ে কোনো সংশয় নেই। তবে এই মামলায় শোভন চ্যাটার্জি ছাড়াও শুভাপ্রসন্ন ভট্টাচার্যও জড়িয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।