Kolkata Municipal Corporation: কলকাতা নাকি তলিয়ে যাবে ইঁদুরের গর্তে! আশঙ্কা জানলে রাতের ঘুম উড়ে যাবে

Kolkata will sink into the rat hole; Such is the fear of the municipality: সম্প্রতি কলকাতা পুরনিগমের (Kolkata Municipal Corporation) সড়ক বিভাগের বিশেষজ্ঞরা চিন্তায় পড়েছেন শহরের ফুটপাত নিয়ে। এর পিছনে লুকিয়ে আছে গভীর কারণ, শহরে যে সমস্ত ফুটপাত আছে তার ভিতরের দিক আসলে ফাঁকা হয়ে গিয়েছে। একদিকে যেমন আছে ইঁদুরের দাপট। সেরকমই অন্যদিকে আছে, ফুটপাতে বসানো পেভার ব্লকের নীচে অপরিকল্পিতভাবে সিমেন্ট এবং আনুষঙ্গিক উপকরণে সংমিশ্রণ। সড়ক নির্মাণ বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে কোন সময় এই দুই কারণ এর জন্যই শহরের ফুটপাতে নামতে পারে ধস। রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, শহরে যত ফুটপাত রয়েছে তার প্রায় ৬০-৬২ শতাংশের অবস্থা সবথেকে খারাপ। ইঁদুরের দাপাদাপির জন্য এর বেশিরভাগ অংশই বর্তমানে ফাঁকা।

এ বিষয়ে কি বলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম? কলকাতার সমস্ত ব্যবসায়ীদের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যে, তারা যেন দোকান বা হোটেলের আবর্জনা, বাসি খাবার বা পচা খাবার, সবজি বা অন্যান্য ময়লা রাস্তার ধারে না ফেলে নির্দিষ্ট ভ্যাটে সেই ময়লা ফেলে। কলকাতার পুরনিগমের (Kolkata Municipal Corporation) সড়ক বিভাগের বিশেষজ্ঞরা মনে করছেন যে এই আবর্জনা খেতেই কলকাতার শহরে ইঁদুরের এত উপদ্রব। সমস্ত ফুটপাতগুলিতে গর্ত করে যেন মাটিতে মিশিয়ে দিচ্ছে। আরো জানানো হয়েছে যে, একটি সমীক্ষার মাধ্যমে প্রকাশ্যে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। শহরে যে সমস্ত ব্রিজের নিচে বাজার বসে সেই জায়গার ফুটপাতের অবস্থা সব থেকে ভয়াবহ। এইজন্য কলকাতা পুরনিগমের সড়ক বিভাগের ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নিয়েছেন, ফুটপাতের পেভার ব্লকের নীচে সিমেন্টের সাথে এখন থেকে ব্যবহার করা হবে অন্যান্য উপকরণ এবং তাতে কাচের গুঁড়ো ব্যবহার করা হবে। এর ফলে ইঁদুরেরা সিমেন্ট বা মাটি কেটে সহজেই গর্ত করতে পারবে না।

কলকাতার পুরনিগমের (Kolkata Municipal Corporation) সড়ক বিভাগের ইঞ্জিনিয়ররা আরো বলেছেন যে, দক্ষিণ কলকাতার ট্রাঙ্গুলার পার্কের ফুটপাতে বেশ কয়েক বছর আগে বসানো হয়েছিল নতুন পেভার ব্লক। কিন্তু কিছুদিনের মধ্যেই এই ফুটপাত জায়গায় জায়গায় বসে গিয়েছিল এবং যার জন্য বেশিরভাগই দায়ী ছিল ইঁদুররা। এই ঘটনার পর ইঁদুর তাড়ানোর চটজলদি কাজে নেমে পড়ে কলকাতা পুরসভা। পাম্প চালিয়ে প্রচুর পরিমাণে জল ঢোকানো হয় পেভার ব্লকের ফাঁক দিয়ে ইঁদুরের গর্তে। কিন্তু এতে কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি।

সাধারনত কলকাতার রাস্তা কিংবা ফুটপাতে অনেক খাবারের দোকান রয়েছে সেটাই থেকে মুশকিলের কারণ। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্ক স্ট্রিট, ধর্মতলা, হাতিবাগান, খান্না, আমহার্স্ট স্ট্রিট, মানিকতলা, গড়িয়াহাট, হাজরা, বড়বাজার এসব জায়গায় শুধু যে খাবারের দোকান আছে তা নয়, রয়েছে প্রচুর খাদ্যদ্রব্য এর গুদাম। এইসব এলাকায় ফুটপাত বানানোর তিন চার মাসের মধ্যেই তা নষ্ট হয়ে যাচ্ছে। এইসব এলাকার ফুটপাত নিয়ে রীতিমতো চিন্তায় সড়ক বিভাগের ইঞ্জিনিয়াররা, কারণ এগুলো বানাতে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু ভাববার বিষয় হলো কাচের গুঁড়ো ব্যবহার করলেও তা যথেষ্ট ব্যয়বহুল।

কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) এইজন্যই রাস্তা নির্মাণ পদ্ধতিতে এক অভিনব কৌশল প্রয়োগ করেছে। ফুটপাত তৈরিতে ব্যবহার করা হচ্ছে কাচের গুঁড়ো। নতুন ফুটপাত বানাতে গেলে ইট বা পাথরের টুকরো বিছিয়ে তার উপর বালি দিয়ে একে একে পেভার ব্লক বসানো হতো। কিন্তু ইঁদুরের পক্ষে ওই ইট কেটে গর্ত করা কোনো বড় ব্যাপার না। সেইজন্যই পুরসভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ইট বা পাথরের টুকরো বিছিয়ে তার উপর সিমেন্টের প্রলেপ দেওয়া হচ্ছে। আর তাতেই কাচের গুঁড়ো মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই কংক্রিটের আস্তরণ এতটাই শক্ত হবে যে, ইঁদুরের পক্ষে কেটে ফেলা সহজ হবে না।