Kolkata to Petrapole Metro: বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক খুবই টালমাটাল। যার সরাসরি প্রভাব পড়েছে বাণিজ্যিক এবং বৈদেশিক সম্পর্কেও। দিনকে দিন অবনতি ঘটছে ভারত বাংলাদেশ সম্পর্কের। ঠিক এই বিশেষ মুহূর্তে কেন্দ্রীয় রেলমন্ত্রী ঘোষণা করল এক চমকপ্রদ খবর। যা শুনলে সত্যিই অবাক হয়ে যেতে হবে। কি সেই খবর নিশ্চয়ই সকলেরই জানতে ইচ্ছা করছে। মেট্রো চেপেই যাওয়া যেতে পারে ভারত বাংলাদেশ বর্ডারে। ভাবছেন হয়তো অবিশ্বাস্য ঘটনা, কিন্তু এটাই সত্যি করতে চলেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী। জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
গত শুক্রবার এসএসবি-এর রেইজিং ডে উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিলিগুড়িতে এবং সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পর্যন্ত। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট লোকজন। সেই বিশেষ দিনে পেট্রাপোলে বিএসএফদের জন্য তৈরী আধুনিক ভবনের উদ্বোধন করা হয়। এই ভবন বানাতে খরচ হয়েছে আনুমানিক প্রায় ৩০ কোটি টাকা। খরচ হয়েছে।
প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই বিশেষ অনুষ্ঠানে ঘোষণা করেন যে, পেট্রাপোলের উন্নতির জন্য একাধিক পরিকল্পনা করা হয়েছে। তিনি আরো বলেন যে, পেট্রাপোলকে আগামী দিনে বিরাট সীমান্ত শহর হিসেবে সাজিয়ে তোলা হবে। এছাড়াও পরিকল্পনা অনুযায়ী পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানানো হতে পারে। কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত যাতে মেট্রো(Kolkata to Petrapole Metro) আনা যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। ভারতে প্রত্যেকদিন লক্ষাধিক মানুষ বাংলাদেশ থেকে আসে চিকিৎসার জন্য, সেই কারণেই পেট্রাপলের পরিষেবাকে আরো বেশি উন্নত করতে চায় কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন:Metro Service: সেন্ট্রাল থেকে সোজো ব্যারাকপুর, বড়দিনের বড় উপহার কলকাতা মেট্রো-এর
এই বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হয়ে গেছে। কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রো প্রকল্প (Kolkata to Petrapole Metro) বাস্তবায়িত হলে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে। এই প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন যে, প্রকল্পটি বাস্তবায়নের সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা হতে পারে। প্রান্তিক এলাকাগুলোর উন্নয়নের জন্য এই ধরনের সমস্যা যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। তাছাড়া এই প্রকল্পের বাস্তবায়ন হলে কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার সবচেয়ে কম সময় ও সহজ রুট হয়ে উঠবে পেট্রাপোল।
শুধুমাত্র ভারত-বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থাকে (Kolkata to Petrapole Metro) উন্নত করার কথাই যে হয়েছে তা নয়, পাশাপাশি এই বিশেষ অনুষ্ঠানে বিএসএফ সেনা জওয়ানদের জন্য তৈরি ভবন সম্পর্কেও বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। ৩০ কোটি টাকা খরচে তৈরী এই ভবন পেট্রাপোল ল্যান্ড অথরিটির অধীনে রয়েছে। এখানে তৈরি করা হয়েছে মোট চারটি ভবন। এই বিল্ডিংগুলিতে পাওয়া যাবে অত্যাধুনিক সুযোগ সুবিধা। ভারতীয় সেনার ক্ষমতা সম্পর্কেও সেদিন আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হলো ভারত, সারা বিশ্বে অর্থনীতির দিক থেকে ভারতের স্থান হল পঞ্চম। ভারত বাংলাদেশের সম্পর্ক যাতে বন্ধুত্বপূর্ণ থাকে সেই চেষ্টা করবে ভারত। তবে পরিস্থিতি যদি অন্যদিকে যায় তাহলে কঠোর পদক্ষেপ নিতেও তারা পিছপা হবে না।