বিজেপিতে যাচ্ছেন কৌস্তভ? ৩ রাজ্যে বিজেপি জিততেই কংগ্রেস হয়ে গেল ‘চোর জোচ্চোর সঙ্গী-পরজীবী’

নিজস্ব প্রতিবেদন : তরুণ কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে (Koustav Bagchi) নিয়ে গত কয়েকমাস ধরেই চরম জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। নিজের দলের কাছেই চক্ষুশূল হয়ে দাঁড়ানো তরতাজা এই তরুণ নেতাকে পরবর্তীতে একাধিকবার দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে। এছাড়াও মতামতের ক্ষেত্রেও দুজনের মধ্যে বিভিন্ন সময় নানান সামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে। এসব নিয়েই রাজনৈতিক মহলের বড় অংশ মনে করছেন কৌস্তভ বাগচীর বিজেপিতে যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

তরুণ কংগ্রেস নেতাকে নিয়ে যখন এই জল্পনা চরমে পৌঁছেছে তখন আবার কৌস্তুভ বাগচীর একটি মন্তব্য সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল। মূলত রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বের হতেই দেখা যায় গেরুয়া শিবির অপ্রত্যাশিতভাবে ফলাফল করেছে। চারটি রাজ্যের মধ্যে তিনটি রাজ্যে তারা শাসক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আবার তেলঙ্গানাতেও নিজেদের আসন বৃদ্ধি করেছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন অর্থাৎ সেমিফাইনালে কংগ্রেসের থেকে দুটি রাজ্য ছিনিয়ে নিয়েছে এবং একটি রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রেখেছে। বিজেপি ক্ষমতা ছিনিয়ে রাজস্থান এবং ছত্তিশগড়ের। মোটের উপর এই নির্বাচনে ধরাশায়ী হতে হয়েছে কংগ্রেসের মতো দলকে। কংগ্রেসের মতো দলকে এইভাবে ধরা সেই হওয়ার পরই বিস্ফোরক দাবি করতে দেখা গেল কৌস্তভ বাগচীকে।

কংগ্রেসের তিন রাজ্যে পরাজয়ের পর কৌস্তভ বাগচী নিজের দলকেই আক্রমণ করে জানিয়েছেন, ‘চোর জোচ্চরদের সঙ্গ দেওয়ার ফল।’ এছাড়াও তিনি ইন্ডিয়া জোটকেও এক হাত নিয়েছেন এবং এই জোট প্রসঙ্গে দাবি করেছেন, ‘দুনিয়ার চোর এক হও’ এর ফল হল এইভাবে কংগ্রেসের পরাজয়। এই প্রসঙ্গে তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ।’ এর পাশাপাশি কংগ্রেসকে পরজীবী বলেও আখ্যা দিয়েছেন তিনি এবং এই পরজীবী হয়ে ওঠার কারণেই জাতীয় দলকে এইভাবে ভুগতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

কৌস্তভ বাগচী আরও দাবি করেছেন, ভারতকে কংগ্রেস মুক্ত দেশ করার পিছনে বিজেপির যতটা না দায় রয়েছে তার থেকেও বেশি দায়ী রয়েছে তাদের। কেননা নিজেরা বলবান না হয়ে পরজীবী হয়ে বাঁচার প্রচেষ্টা যতদিন থাকবে ততদিন কংগ্রেসকে এইভাবে ফল ভোগ করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কৌস্তভ বাগচি বরাবর রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে এসেছেন। এসবের মধ্যেই ইন্ডিয়া জোটে কংগ্রেস এবং তৃণমূলের পাশাপাশি বসাকে তিনি কোনভাবেই মেনে নিতে পারেননি।