Largest family in World: এক-দুটোতে হয়নি! ৩৮ বিয়ে করে ৮৯ ছেলে-পুলে! এই পরিবারের সদস্য সংখ্যা ১৯৯

Prosun Kanti Das

Published on:

Advertisements

Largest family in World where 199 members live in one house: একটা সময় এই বাংলার বুকে একান্নবর্তী বা যৌথ পরিবারের চল ছিল অত্যন্ত বেশি। পরিবারের সব মানুষরা একসঙ্গে এক বাড়িতে বাস করে একে অপরের পাশে থাকতেন। এরপর সময় বদলেছে, সেই সঙ্গে মানুষের ব্যস্ততা বেড়েছে। কর্মসূত্রে অনেকেই যৌথ পরিবার ভেদ করে পৌঁছে গেছে অন্য স্থানে। যৌথ পরিবারগুলি ধীরে ধীরে পরিণত হয়েছে ছোট পরিবারে। কিন্তু এমন কি কখনো শুনেছেন একটি বাড়িতে ১৯৯ জন সদস্য বাস করেন? হ্যাঁ ঠিকই শুনছেন। আমাদের ভারতের মিজোরামেই আছে এমন এক পরিবার (Largest family in World) যেখানে এক বাড়িতে থাকেন এতজন সদস্য।

Advertisements

শুনলে আরো অবাক হবেন যে, এই বাড়ির প্রয়াত গৃহকর্তা জিওনা চানা তার ৩৮ জন স্ত্রী, ৮৯ জন সন্তান এবং ৩৬ জন নাকি নিয়ে বাস করতেন এই একটি বাড়িতে। ২০২১ সালে বার্ধক্যজনিত কারণে ৭৬ বছর বয়সে মৃত্যু হয় জিওনা চানার। তবে তিনি পরলোকগমন করলেও তার পরিবারের এত জন সদস্য (Largest family in World) আগের মতই একই ছাদের তলায় এখনো বাস করে চলেছেন।

Advertisements

শোনা যায় জিওনা চানা প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার ১৭ বছর বয়সে। এরপর থেকে তিনি একের পর এক বিয়ে করা শুরু করেন। শোনা যায় তিনি একবার এক বছরে দশটা বিয়ে করেছিলেন। ক্রমে তার পত্নী সংখ্যা হয় ৩৮। পাল্লা দিয়ে বাড়ে সন্তান সংখ্যাও। মিজোরামের পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম বাকটাওয়াং-এ মস্ত একটি চার তলা বাড়িতে বর্তমানে বাস করেন পরিবারের সকল সদস্যরা।

Advertisements

বর্তমানে বিশ্বের সবথেকে বড় পরিবার হলো এটি (Largest family in World)। প্রায় ১০০টি ঘর আছে এই বাড়িতে। জানা যায় গৃহকর্তা জিওনার একটি নিজস্ব শোয়ার ঘর ছিল। তার শোয়ার ঘরের পাশেই তার স্ত্রীদের জন্য ছিল একটি ডরমিটরি। জনশ্রুতি অনুযায়ী জানা যায় তিনি সবসময় সাত-আট জন স্ত্রীকে নিজের আশপাশে রাখতেন। বাড়ির সকলের খাওয়ার জন্য এই বাড়িতে বিশাল একটি ডাইনিং হল আছে।পরিবারের সবাই একত্রে বসে সেখানে খাওয়া-দাওয়া করেন। ২০২১ সালে একটি সাক্ষাৎকারে জিওনা বলেছিলেন তিনি পরিবার আরও বড় করতে চান। বর্তমানে পর্যটকদের কাছে এই বাড়ি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisements