সুখবর, বাড়লো Income Tax Return ফাইল করার সময়সীমা

নিজস্ব প্রতিবেদন : Income Tax Return ফাইল করার শেষ সময় সীমার অন্তিম সময়ে সময়সীমা বাড়ানো হলো কেন্দ্রের তরফ থেকে। বুধবার সন্ধ্যায় আয়কর বিভাগ বিজ্ঞপ্তি জারি করে Income Tax Return ফাইল জমা করার সময়সীমার মেয়াদ বৃদ্ধির বিষয়ে। আর এই খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত Income Tax Return ফাইল করতে পারেননি তাদের কাছে।

আয়কর বিভাগের তরফ থেকে এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ২০১৯-২০ অর্থ বর্ষের Income Tax Return ফাইল করার সময়সীমা ৩১ ডিসেম্বরের পরিবর্তে করা হচ্ছে ২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত আয়কর রিটার্ন ফাইল জমা করেন নি তারা হাতে কিছুটা হলেও সময় পাচ্ছেন।

আয়কর বিভাগের রিপোর্ট অনুযায়ী গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৪.৫৪ কোটি রিটার্ন জমা পড়েছে। তবে এখনো বিপুল সংখ্যক মানুষ Income Tax Return ফাইল করতে পারেননি। আর তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ১.৩৩ কোটি করদাতা।

করোনাকালে কেন্দ্র সরকারের তরফ থেকে এর আগে একাধিকবার Income Tax Return ফাইল করার সময়সীমা বাড়ানো হয়। অবশেষে অন্তিম সময়সীমা হিসাবে ৩১ ডিসেম্বর ২০২০ বেছে নেওয়ার পরেও ফের এই সময়সীমা বাড়িয়ে করা হলো ১০ জানুয়ারি ২০২১।

অন্যদিকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কেউ Income Tax Return ফাইল না করে থাকেন এবং পরে ফাইল করেন তাহলে তার ক্ষেত্রে তার আয়ের উপর জরিমানা ধার্য করা হয়। জরিমানার পরিমাণ ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে যদি কোন ব্যক্তি Income Tax এর আওতায় না থাকেন তাহলে তিনি পরে ফাইল করলেও তাকে কোনো জরিমানা দিতে হয় না।