চন্দ্রযান অতীত! এবার আরও বড় কারনামা, মহাকাশে মানুষ পাঠাতে ২৫ অক্টোবর বড় পরীক্ষা ভারতের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের দরবারে ভারতের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) থেকে আসা সাফল্যের পরিপ্রেক্ষিতে। এই চন্দ্রাভিযান ভারতকে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে অবতরণ করিয়েছে। এর পাশাপাশি ভারতকে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করাতে সক্ষম হয়েছে। ভারতের এমন সাফল্যে আজ বিশ্বের অধিকাংশ দেশ গর্বিত। তবে এসবের পর এবার ভারত মহাকাশে জ্যান্ত মানুষ পাঠাতে চলেছে। কবে শুরু হবে সেই মিশন তা এবার সামনে আনা হলো।

ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো (ISRO) কেবলমাত্র চন্দ্রাভিযান থেকে সফলতা এনে থেমে থাকতে চাইছে না। তাদের তরফ থেকে প্রতিনিয়ত নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। চন্দ্রযানের পর ইতিমধ্যেই সূর্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে আদিত্য এল১ (Aditya L1)। এই মিশনে এখন সফলতার দিকে এগিয়ে চলেছে। আর এরই মধ্যে এবার মহাকাশে মানুষ পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারতের এই মিশনের নাম দেওয়া হয়েছে গগনযান (Gaganyaan)।

মহাকাশে মানুষ পাঠানোর জন্য ইসরোর তরফ থেকে বহুদিন ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই প্রস্তুতির একটি বড় পদক্ষেপ নেওয়া হবে আগামী ২৫ অক্টোবর। মহাকাশে মানুষ পাঠানোর জন্য মহাকাশচারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরেই। আর এই আবহেই এবার বড় পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরো। এর জন্য করা হবে পরীক্ষামূলক একটি উৎক্ষেপণ।

পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য ইসরো সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উঁচুতে একটি মহাকাশযান পাঠাতে চলেছে। সেই মহাকাশযান তিনদিন পর ভারত মহাসাগরে ফিরে আসবে। পরীক্ষামূলক এই উৎক্ষেপণে অংশ নেবেন তিনজন মহাকাশচারী। এক্ষেত্রে যাতে সুরক্ষিতভাবে মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসতে পারেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই পরীক্ষা চালানো হবে।

ভারতের এই গগনযান মিশন পরীক্ষামূলকভাবে সমস্ত ধাপ পেরোনোর পর ২০২৫ সালের মধ্যে পাকাপাকিভাবে উৎক্ষেপণ করা হবে। এই মিশনে সফলতা আনার জন্য মোট ৬০ জন বায়ুসেনার পাইলটকে অংশগ্রহণ করানো হয়েছিল। যাদের মধ্যে লেভেল ১ পার করেছিলেন ১২ জন, এই ১২ জনের মধ্যে আবার চারজনকে ২০১৯ সালে বেছে নেওয়া হয়েছিল। তারপর থেকেই ওই চারজন প্রশিক্ষণ নিচ্ছেন রাশিয়ার গ্যাগারিন রিসার্চ অ্যান্ড টেস্ট কসমোনট ট্রেনিং সেন্টারে। পরবর্তীতে এই চারজন পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বেঙ্গালুরুতে হ্যাল বিমানবন্দরের খুব কাছেই একটি পুরনো এয়ারপোর্ট রোডে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়।