ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, দেখাবে তাণ্ডব লীলা, দিনক্ষণ জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হবে তা নিয়ে আগেই আন্দাজ করা গিয়েছিল। অবশেষে মঙ্গলবার আইএমডির (IMD) তরফ থেকে সেই ঘূর্ণিঝড় নিয়েই আপডেট দেওয়া হল। হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘটনা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং পরে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও তা ঘূর্ণিঝড়েই পরিণত হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে জানা যাচ্ছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হচ্ছে এবং সেই সিস্টেম যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে মোখা। পাশাপাশি এই ঘূর্ণিঝড় তৈরি হলে তা ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসবে তা নিয়েও একপ্রকার নিশ্চয়তা পাওয়া গিয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সঙ্গে আমফান ঘূর্ণিঝড়ের মতোই ভয়ংকর হতে পারে এবং তাণ্ডব লীলা চালাতে পারে।

হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই সিস্টেম তৈরি হতে পারে ৬ মে। তারপরেই ধাপে ধাপে তা নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা অথবা তার গতিপথ কোন দিকে হবে তার ওপর নজর রাখছে হাওয়া অফিস। অন্যদিকে পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় আসুক অথবা না আসুক বৃষ্টি বজায় থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে ৬ জেলার জন্য। জেলাগুলি হল পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মর্শিদাবাদ, নদিয়া। এই সকল জেলার জন্য মঙ্গলবার কমলা সর্তকতা জারি করা হয়েছে।