Sikkim Railway Project Update: এখনই পূরণ হবে না ট্রেনে চড়ে সিকিম যাওয়ার স্বপ্ন! নতুন আপডেটে চিন্তায় পর্যটকরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের একমাত্র রাজ্য হিসেবে এখনো পর্যন্ত সিকিমে রেল পরিষেবা চালু হয়নি। তবে ভারতীয় রেল (Indian Railways) সিকিমে রেল পরিষেবা দ্রুত চালু করার জন্য নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। সিকিমের এই রেল প্রজেক্ট (Sikkim Railway Project Update) সম্পূর্ণ হলেই বাংলা থেকে সিকিম জুড়ে যাবে রেলপথে। তবে এই রেল প্রজেক্টের নতুন আপডেট থেকে যা জানা গেল তাতে ট্রেনে চড়ে সিকিম যাওয়ার স্বপ্ন এখনই পূরণ হবে না পর্যটকদের।

Advertisements

প্রতিকূল পরিস্থিতিতে সিকিমে রেল নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে নানান বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এবং হচ্ছে রেলকে। তবে সেই সকল বাধা-বিপত্তিকে দূরে সরিয়ে চলতি মাসেই সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন পাতার কাজ শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও ট্রেনে চড়ে পর্যটক এবং অন্যান্য যাত্রীদের সিকিম যাওয়ার স্বপ্নপূরণের জন্য আরও অপেক্ষা করতে হবে।

Advertisements

প্রথম দিকে সিকিমের এই রেল প্রজেক্ট শেষ হওয়ার কথা ছিল চলতি বছর ডিসেম্বর মাসে। কিন্তু তা আপাতত হচ্ছে না। চলতি বছর ডিসেম্বর মাসে যেহেতু এই রেল নেটওয়ার্ক তৈরির প্রজেক্ট শেষ হচ্ছে না তাই তা পুনরায় বাড়ানো হয়েছে। নতুন করে এই রেল নেটওয়ার্কের কাজ শেষ করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের আগস্ট মাস। আবার জানা যাচ্ছে, ২০২৫ সালের আগস্ট মাসে রেল নেটওয়ার্কের কাজ শেষ হয়ে গেলেও প্যাসেঞ্জার ট্রেন চালু হবে না।

Advertisements

আরও পড়ুন ? Sikkim: সিকিমে গাড়ি ভাড়া বেশি চাইলে টুক করে কল করুন এই ৩ নম্বরে! চুটকিতে হবে সমস্যার সমাধান

প্যাসেঞ্জার ট্রেন চালু না হলে পর্যটক থেকে শুরু করে অন্যান্য যাত্রীরা এই রেলপথের মাধ্যমে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াত করতে পারবেন না। যা জানা যাচ্ছে, রেললাইন পাতা থেকে শুরু করে সমস্ত কাজ শেষ হয়ে গেলেও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রথমেই প্যাসেঞ্জার ট্রেন চালাবে না রেল বোর্ড। আলগা মাটি, এবড়োখেবড়ো পথ ইত্যাদির কারণে কাজের ক্ষেত্রে যেমন নানান বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়েছে, ঠিক সেই রকমই যাত্রী নিরাপত্তার দিকে তাকিয়ে মেসেঞ্জার ট্রেন চালানোর ক্ষেত্রে আরো বেশ কিছু সময় নেওয়া হতে পারে।

সিকিম যাওয়ার জন্য যে রেলপথ ব্যবহার করা হবে সেই রেলপথ নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শামুকতলার রেললাইন সেবক থেকে আলাদা হয়ে যাবে এবং তা চলে যাবে রংপো পর্যন্ত। রংপো স্টেশন তৈরি হচ্ছে গ্যাংটক থেকে ৩৮ কিলোমিটার এবং পাকিয়ং বিমানবন্দর থেকে ২১ কিলোমিটারের মধ্যে। এই রেলপথ চালু হলেই একদিকে যেমন সিকিমের রংপো পর্যন্ত যাওয়া যাবে ট্রেনে ঠিক সেই রকমই আবার রিয়াং, তিস্তা বাজার, মেল্লি স্টেশনে নেমে এই সকল স্টেশনের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতেও ঘুরতে যাওয়া যাবে।

Advertisements