বন্দে ভারত মেট্রোর পথ চলা শুরু কবে! জানিয়ে দিলেন রেলমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে প্রতিদিন দেশে ১০ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন চালানো হয়। এই সকল যাত্রীবাহী ট্রেনে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলের এই গুরুত্বের কথা মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয়।

Advertisements

গণপরিবহনের লাইফ লাইন ভারতীয় রেলে যাতে প্রতিনিয়ত বৈপ্লবিক নানান পরিবর্তন আসে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে রেলের তরফ থেকে। সেই সকল ব্যবস্থাপনার মধ্যেই একটি হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তবে বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি এবার রেলের তরফ থেকে ট্র্যাকে নামানো হবে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)।

Advertisements

বন্দে ভারত মেট্রো কবে ট্র্যাকে নামবে তা জানতে উদগ্রীব হয়ে রয়েছেন দেশের মানুষ। এই বিষয়েই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন একটি আপডেট দিয়েছেন দেশের বাসিন্দাদের জন্য। বন্দে ভারত মেট্রো মধ্য দিয়ে দেশের বিভিন্ন শহরকে জুড়ে দেওয়া হবে যেগুলির দূরত্ব ১০০ কিলোমিটারের কম। এই সকল শহরগুলিকে যুক্ত করা হবে আধা হাই স্পিড ট্রেন দিয়ে।

Advertisements

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারত মেট্রোর জন্য দেশবাসীকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। ভারতের বিভিন্ন কম দূরত্বের শহরগুলিকে সংযুক্ত করার জন্য চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই বিভিন্ন শহরের মধ্যে বন্দে ভারত মেট্রো চালানো হবে। এই পরিষেবা চালু করার জন্য দ্রুতগতিতে কাজ চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, বন্দে ভারত মেট্রো চালানোর যে পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে, সেই নেটওয়ার্ক একবার তৈরি হলেই দেশের পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে বদলে যাবে। এর ফলে লোকাল ট্রেনে যে ভিড়, সেই ভিড় হ্রাস পাবে। সব থেকে বেশি উপকৃত হবেন পড়ুয়ারা এবং চাকরিজীবীরা। তাদের যাতায়াতের সময় অনেক কমে যাবে। এছাড়াও জানা যাচ্ছে, বন্দে ভারত মেট্রোর জন্য যে সকল ট্রেনগুলি চালানো হবে সেগুলি চার কোচ বিশিষ্ট হবে।

Advertisements