নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারী সহ বিভিন্ন ক্ষেত্রে নানান পরিবর্তন আনছে। কোন কোন ক্ষেত্রে সরকারি কর্মচারীদের দফায় দফায় ডিএ বৃদ্ধি করা হচ্ছে, আবার কোন কোন ক্ষেত্রে অ্যাড হক বোনাস। আবার কোন কোন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে খুশির খবর দেওয়া হচ্ছে।
তবে এই সকল খুশির খবরের মধ্যেই এবার একটি নিয়মে পরিবর্তন আনার ঘোষণা করল রাজ্য সরকার (WB Govt)। আর সেই ঘোষণাটি হল ছুটির নিয়ম (WB Govt Changed Leave Rules) সংক্রান্ত। রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের দপ্তরের সরকারি কর্মচারীদের কোনো রকম ছুটি নেওয়ার ক্ষেত্রে নতুন যে নিয়ম জারি করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আবেদন জানাতে হবে।
আসলে আরও বেশি স্বচ্ছতা আনার জন্যই নতুন এই নিয়ম জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আর অফলাইনে আবেদন করার পরিপ্রেক্ষিতে কোনো রকম ছুটি মিলবে না। এপ্রিল মাস থেকে নতুন নিয়ম জারি হওয়ার পরিপ্রেক্ষিতে কোনো রকম ছুটি নিতে হলেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আর এর জন্য এইচআরএমএস পোর্টাল সক্রিয় করা হয়েছে এবং সেখানেই ছুটির জন্য আবেদন জানাতে হবে।
অনলাইনে ছুটির বদলে অনেক কর্মচারী রয়েছেন যারা অফলাইনে ছুটির আবেদন করছেন। কিন্তু অফলাইনে ছুটির আবেদন করার পরিপ্রেক্ষিতে হিসাব রাখার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। এমন পরিস্থিতিতেই অর্থ দপ্তর অনলাইনে ছুটির আবেদন করা বাধ্যতামূলক করলো এবং তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হলো। সূত্র মারফত জানা যাচ্ছে, ছুটির ক্ষেত্রে অনলাইনে আবেদন করার যে নিয়ম বাধ্যবাধকতা হতে চলেছে তা আগামী দিনে অন্যান্য দপ্তরেও লাগু করা হবে।
সরকারি চাকরির ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তাতে কোন সরকারি কর্মচারী যখন অবসর গ্রহণ করেন তখন তাকে সর্বোচ্চ ৩০০ দিনের ছুটির টাকা দেওয়া হয়। কিন্তু অনেক সরকারি কর্মচারী রয়েছেন যারা অফলাইনে আবেদন করার ফলে সঠিকভাবে হিসাব মেলানো সম্ভব হচ্ছে না। এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে যাতে করে স্বচ্ছতা বজায় থাকে তার জন্য অনলাইনে ছুটির আবেদন বাধ্যতামূলক করা হলো।