Ad Hoc Bonus increased: হাতে মিলবে বাড়তি টাকা, বাড়ল নতুন খাতে পাওনা, সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর দিল রাজ্য

নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোট আসতেই কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারগুলি তাদের কর্মচারী এবং নাগরিকদের জন্য কল্পতরু হয়ে হাজির হতে শুরু করেছে। লোকসভা ভোট আসতেই সরকারগুলির তরফ থেকে বিভিন্ন খাতে বেতন বৃদ্ধি থেকে শুরু করে সরকারি প্রকল্পে ভাতা, ভর্তুকি বৃদ্ধির ঘোষণা করা হচ্ছে। আর এই সকল ঘোষণা রীতিমত পোয়াবারো হয়ে দাঁড়িয়েছে দেশ, রাজ্যের বাসিন্দাদের কাছে, পোয়াবারো হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মচারীদের কাছে।

লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, গ্রামীণ পুলিশ সহ অন্যান্য বিভিন্ন কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মচারীদের মন জয় করতে মাত্র তিন মাসের মধ্যে দুবার ৪ শতাংশ করে ৮% ডিএ বৃদ্ধি করা হয়েছে। তবে এরপরেও তারা থেমে থাকতে চাইছে না, এবার সরকারি কর্মচারীদের মন জয় করতে আরও এক নতুন ঘোষণা করে দেওয়া হল।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবার অ্যাড হক বোনাস নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার এবার অ্যাড হক বোনাস বৃদ্ধি (Ad Hoc Bonus increased) করার ঘোষণা করলো। এবার সরকারের তরফ থেকে প্রায় ১৭০০ টাকা অ্যাড হক বোনাস বৃদ্ধি করার ঘোষণা করা হলো ঠিক লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই। রাজ্যের এই ঘোষণার ফলে হাজার হাজার সরকারি কর্মচারী হাতে বাড়তি টাকা পাবেন।

আরও পড়ুন 👉 WBSEDCL Recruitment 2024: মাসে মাসে মিলবে ৯০০০ টাকা, রাজ্য বিদ্যুৎ দফতরে চাকরির সুযোগ দিচ্ছে সরকার

সরকারি সূত্রে জানা যাচ্ছে, নতুন ঘোষণা হওয়ার আগে পর্যন্ত সরকারি কর্মচারীরা অ্যাড হক বোনাস হিসাবে ৫৩০০ টাকা পেতেন। এবার এই বোনাসের পরিমাণ ১৭০০ টাকা বৃদ্ধি করার ফলে তারা ৬০০০ টাকা পাবেন। তবে সব সরকারি কর্মচারীরা এই সুবিধা পাবেন তা নয়। কেননা ঘোষণায় বলা হয়েছে, যে সকল সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৪২০০০ টাকার মধ্যে তারা এই সুবিধা পাবেন।

এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী গ্রুপ এ কর্মীরা বোনাস পান না। সুতরাং তারা এই অ্যাড হক বোনাসের অংশ হবেন না। অন্যদিকে যে সকল গ্রুপ বি ও সি ক্যাটাগরির কর্মীরা অনেকদিন ধরে চাকরি করছেন তাদের মধ্যে যাদের বেতন ৪২০০০ টাকা পার করেছে তারাও এই সুবিধা পাবেন না। তবে এই সকল কর্মচারীদের বাদ দিয়ে অজস্র কর্মচারী রয়েছেন যাদের বেতন কিন্তু ৪২০০০ টাকার মধ্যেই। সেই সকল সরকারি কর্মচারীদের মুখে এখন চওড়া হাসি।