বড় নোটিশের মুখোমুখি LIC! দিতে হবে কোটি কোটি টাকা জরিমানা, চিন্তায় গ্রাহকরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল জীবন বীমা সংস্থা রয়েছে তাদের মধ্যে ভরসার জীবন বীমা সংস্থা হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। দেশের সবচেয়ে বেশি সংখ্যার মানুষ এই সংস্থার উপর নির্ভর করে রয়েছেন। এই মুহূর্তে এলআইসির গ্রাহক সংখ্যা কোটি কোটি। তবে এবার এই সকল গ্রাহকদের চিন্তা বাড়ছে একটি নোটিশের পরিপ্রেক্ষিতে। যে নোটিশটি সংস্থাকে দেওয়া হয়েছে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কোটি কোটি টাকা জরিমানা তাদের দিতে হবে।

Advertisements

সংস্থা এই মুহূর্তে দুটি নোটিশ পেয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। দুটি নোটিশের মধ্যে একটি নোটিশ এসেছে তেলেঙ্গানা রাজ্য থেকে এবং অন্যটি এসেছে শ্রীনগর থেকে। এই দুটি নোটিশের পরিপ্রেক্ষিতে তাদের দিতে হবে ১৮৩.৩৭ কোটি টাকার জরিমানা। যার মধ্যে ১৮৩ কোটি টাকার ডিমান্ড করা হয়েছে তেলঙ্গানা সরকারের তরফ থেকে এবং ৩৭ হাজার টাকা ডিমান্ড করা হয়েছে শ্রীনগর সরকারের তরফ থেকে। কেন এমন নোটিশ?

Advertisements

তেলঙ্গানা এবং শ্রীনগর সরকারের তরফ থেকে এমন নোটিশ দেওয়া হয়েছে মূলত জিএসটি (GST) বাবদ। জিএসটি দেওয়া বাকি রাখার কারণেই এই টাকা ডিমান্ড করা হয়েছে। প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, এলআইসির থেকে তেলঙ্গানা জিএসটি বাবদ ৮১.২ কোটি টাকা পাবে। এই টাকা না দেওয়ার জন্য পেনাল্টির পরিমাণ ৯৩.২ কোটি টাকা এবং সুদ হল ৮.১ কোটি টাকা। সব মিলিয়ে টাকার পরিমাণ ১৮২.৫ কোটি টাকা।

Advertisements

আরও পড়ুন ? New Jeevan Shanti Plan: ১২০০০ টাকা করে পেনশন নিশ্চিত! বেছে নিতে হবে LIC-র এই প্ল্যান

অন্যদিকে একইভাবে শ্রীনগর সরকারের তরফ থেকেও এলআইসির থেকে পেন্ডিং জিএসটি, পেনাল্টি এবং সুদ দাবি করা হয়েছে। শ্রীনগর সরকারের কাছে এলআইসির পেন্ডিং জিএসটি হলো ১০ হাজার ৪৬২ টাকা, পেনাল্টির পরিমাণ ২০ হাজার টাকা এবং সুদের পরিমাণ ৬ হাজার ৩৮২ টাকা। সব মিলিয়ে মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে ৩৬,৮৪৪ টাকা।

এলআইসির তরফ থেকে জানা যাচ্ছে, এই সকল ডিমান্ড কাম পেনাল্টি নোটিশ ২০১৭-১৮ অর্থবর্ষের। তবে এই সকল নোটিসের প্রভাব গ্রাহকদের ওপর পড়বে না বলেও জানানো হয়েছে। গ্রাহকদের উপর নোটিশ প্রভাব ফেলবে না তা মার্কেট দেখেও বোঝা যায়। কেননা এমন নোটিশ জারি হলেও এলআইসির যে সকল শেয়ার রয়েছে সেই সকল শেয়ারের কোন প্রভাব পড়তে দেখা যায়নি।

Advertisements