মাসে লাগবে মাত্র ৬০ টাকা, সুরক্ষিত হবে ভবিষ্যৎ, LIC-র নয়া পলিসি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমান দৈনন্দিন জীবনে বাড়ছে ব্যস্ততা। কাজের মধ্যে মানুষ অধিকাংশ সময় ডুবে থাকার পাশাপাশি যা প্রয়োজন তা হল ভবিষ্যৎ সুরক্ষিত করা। এই ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বহু মানুষ বিভিন্ন ধরনের বীমা করে থাকেন। সেই রকমই দেশের অন্যতম এবং জনপ্রিয় বীমা সংস্থা LIC এমন একটি বীমা নিয়ে এসেছে যাতে অল্প খরচে সুরক্ষিত হবে ভবিষ্যৎ।

LIC-র এই নতুন পলিসির নাম হল জীবন মঙ্গল পলিসি। এই পলিসি হলো এমন একটি পলিসি যা সুরক্ষা পরিকল্পনা হিসাবে বিনিয়োগ করা যায়। এই প্রকল্পের আওতায় বিনিয়োগকারীরা বিনিয়োগের মেয়াদ শেষ হওয়া অর্থাৎ ম্যাচুরিটির পর সমস্ত টাকা ফিরে পান। এই পলিসির ক্ষেত্রে এটাই হল সবচেয়ে বড় সুবিধা।

এই পলিসির আওতায় যে সকল নীতি রাখা হয়েছে তাতে রয়েছে দুর্ঘটনার বেনিফিট। দুর্ঘটনাগ্রস্থ মৃত্যুর ফলে দ্বিগুণ ঝুঁকি কভার করে থাকে এই পলিসি। এই পলিসি হলো ব্যক্তিগত, জীবন এবং ক্ষুদ্র বীমা পরিকল্পনা। এই পরিকল্পনা হলো টার্ম লাইফ।

এই পলিসিতে যারা বিনিয়োগ করতে চান তারা বিভিন্নভাবে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করার ক্ষেত্রে যে সকল সুবিধা রয়েছে তা হল বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, ১৫ দিনে বা প্রতি সপ্তাহেও প্রিমিয়াম প্রদান করা যেতে পারে। এই বিমার ক্ষেত্রে ন্যূনতম ১০০০০ টাকা এবং সর্বোচ্চ বীমাকৃত রাশি হল ৫০০০০ টাকা। মাসে মাসে ৬০ টাকা করে ন্যূনতম প্রিমিয়াম দিয়ে এই পলিসির আওতায় ৬০ হাজার টাকা পর্যন্ত সুরক্ষা পাওয়া যেতে পারে।

এলআইসির এই পলিসিতে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৫৫ বছর। এই পলিসির আওতায় যার নাম নথিভুক্ত হবে তার বয়স ৬৫ বছর হলেই পলিসি ম্যাচুরিটি পাবে। নিয়মিত প্ল্যানের জন্য এই পলিসির মেয়াদ ১০ থেকে ১৫ বছর এবং একক প্রিমিয়ামের জন্য ৫ থেকে ১০ বছর। এছাড়াও এই পলিসিতে আয়করের ক্ষেত্রে 80C-এর অধীনে কর ছাড় পাওয়া যায়।