LIC policy for Women: মহিলাদের জন্য নতুন পলিসি আনল LIC, নামমাত্র টাকা জমিয়ে মিলবে ১১ লক্ষ টাকা।

Prosun Kanti Das

Published on:

Advertisements

LIC launched new policy for women: ভবিষ্যতের জন্য বিনিয়োগের ক্ষেত্রে এলআইসি খুব নিরাপদ একটি ক্ষেত্র। এখানে টাকা বিনিয়োগ করলে নিশ্চিতভাবেই তার রিটার্ন পাওয়া যায়। তাই বেশিরভাগ মধ্যবিত্ত মানুষ ভবিষ্যতের সঞ্চয়ের জন্য এলআইসিতে টাকা রাখতেই বেশি পছন্দ করেন। আর এই এলআইসি তে বাচ্চা-বুড়ো, পুরুষ-মহিলা সকলের জন্য বিশেষ বিশেষ প্ল্যান রয়েছে। যথারীতি মহিলাদের জন্যও রয়েছে বিশেষ কিছু প্রকল্প (LIC policy for Women)। আজকের প্রতিবেদনে সেই রকমই একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হল।

Advertisements

এলআইসির এরকমই একটা প্রকল্প হল “আধার শিলা” প্রকল্প। এটি মূলত একটি ব্যক্তিগত জীবন বিমা প্রকল্প। মহিলারা মাত্র ৮৭ টাকা বিনিয়োগ করে এই প্রকল্প থেকে পেতে পারে লক্ষ লক্ষ টাকা। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতিদিন মাত্র ৮৭ টাকা বিনিয়োগ করতে হবে। তারপর প্রকল্পের ম্যাচিউরিটি হওয়ার পর একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগকারী রিটার্ন পাবেন। যদি প্রকল্পের আওতায় থাকা কালীন বিনিয়োগকারী মারা যান তাহলে তার পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। আর যদি সেই ব্যক্তি জীবিত থাকেন তাহলে যথাযথ লভ্যাংশ দেবার ব্যবস্থাও করা রয়েছে।

Advertisements

আধার কার্ড থাকলে এই প্রকল্পের (LIC policy for Women) জন্য আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীকে মহিলা হতে হবে। বিনিয়োগকারীর বয়স সীমা হবে ৮ থেকে ৫৫ বছরের মধ্যে। ১০ থেকে ২০ বছরের মেয়াদ যুক্ত একটি পলিসি তারা কিনতে পারবেন। অর্থাৎ কোন ৫০ বছরের মহিলা যদি ২০ বছরের মেয়াদ যুক্ত একটি পলিসি কেনেন তবে তিনি ৭০ বছর বয়সে গিয়ে পলিসিটি ম্যাচিওরিটি পাবেন।

Advertisements

আরও পড়ুন ? WB Police Recruitment: ১১ হাজারের বেশি পুলিশ নিয়োগ করবে রাজ্য, দেখে নিন আবেদনের শেষ তারিখ

তবে কেউ যদি ৫৫ বছর বয়সে পলিসি (LIC policy for Women) কেনেন তাহলে সে ১৫ বছরের জন্যই পলিসি চালাতে পারবেন। কেউ যদি প্রতিদিন ৮৭ টাকা করে জমান তাহলে বার্ষিক প্রিমিয়াম হবে ৩১,৭৫৫ টাকা। ১০ বছর পর যা গিয়ে দাঁড়াবে ৩ লক্ষ ১৭ হাজার ৫৫০ টাকা। এরপর মহিলার ৭০ বছর বয়স হলে তিনি এই প্রকল্প থেকে রিটার্ন পাবেন ১১ লক্ষ টাকা।

এই প্রকল্পে (LIC policy for Women) মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক, অর্ধ বার্ষিক সব রকম পদ্ধতিতে টাকা বিনিয়োগ করার সুবিধা রয়েছে। ন্যূনতম বীমার পরিমান ৭৫ হাজার টাকা। বিনিয়োগ করার সময়সীমা নির্দিষ্ট বৃদ্ধ বয়সে মহিলাদের আর্থিক স্বচ্ছলতার কথা মাথায় রেখেই প্রকল্পটিকে চালু করেছে এলআইসি।

Advertisements