Assets of LIC: ফুলেফেঁপে উঠছে LIC! পাকিস্তানের GDP-র দ্বিগুণ সম্পত্তি বানিয়ে নজির গড়ল সংস্থা

Prosun Kanti Das

Published on:

Advertisements

LIC set a precedent by creating assets twice the GDP of Pakistan: ভারতের সবচেয়ে বড় জীবন বীমা ও বিনিয়োগকারী সংস্থা হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই সংস্থার মুখ্য কার্যালয় রয়েছে মুম্বাইতে। এলআইসির আওতায় রয়েছে একাধিক জীবন বীমা, মিউচুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগ প্রকল্প। এলআইসি সম্পূর্ণ সরকারের অধীনস্থ একটি লগ্নিকারী সংস্থা। ১৮৫৬ সালের ১৮ই জুন তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি এই সংস্থার উদ্বোধন করেন। ১ লা জুলাই থেকে সংস্থার বিভিন্ন প্রকল্পের প্রস্তুতি নেওয়া শুরু হয় এবং ১ লা সেপ্টেম্বর থেকে সংস্থার কাজ শুরু হয় সার্বিকভাবে। তারপর থেকে একটু একটু করে বেড়েই চলেছে এলআইসির সম্পত্তির পরিমাণ (Assets of LIC)।

Advertisements

১৮৫৬ সাল থেকে স্বমহিমায় কাজ করে চলেছে এলআইসির বিভিন্ন প্রকল্পগুলি। বর্তমানে এই সংস্থার অন্তর্গত রয়েছে একাধিক কার্যালয় ও উপকার্যালয়। মুম্বাইয়ের মূল শাখার অন্তর্গত রয়েছে ১১৩ টি মন্ডল কার্যালয়, ৮ টি ক্ষেত্র কার্যালয় এবং ২০৪৮টি শাখা কার্যালয়। এছাড়া বেশ কিছু উপ কার্যালয়ও রয়েছে সংস্থাটির। ২০১০ সালে করা সমীক্ষা অনুযায়ী, এলআইসি তে প্রায় ১ লক্ষ ১৬ হাজারের কাছাকাছি মানুষ কর্মরত রয়েছেন বিভিন্ন পদে।

Advertisements

সম্প্রতি খুব দ্রুত গতিতে বাড়ছে এলআইসির অ্যাসেস্ট আন্ডার ম্যানেজমেন্ট (Assets of LIC) ভ্যালু। ইতিমধ্যে প্রায় ৫০ হাজার কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে এলআইসি। ২০২২-২৩ অর্থবর্ষে এই টাকার পরিমাণ ছিল ৪৩ লক্ষ ৯৭ হাজার ২০৫ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বর্ষের শেষে এই টাকার পরিমাণ প্রায় ১৬.৪৮ শতাংশ বেড়েছে। বর্তমানে এলআইসির অ্যাস্টেট আন্ডার ম্যানেজমেন্ট ভ্যালু দাঁড়িয়েছে ৫১ লক্ষ ২১ হাজার ৮৮৭ টাকা কোটি টাকা।

Advertisements

আরও পড়ুন ? LIC Health Insurance: রাতের ঘুম উড়ল Star Health, TATA-র! এবার হেলথ ইন্সুরেন্স নিয়ে বড় পরিকল্পনা LIC-র

কোন ইনভেস্টমেন্ট ম্যানেজার বা আর্থিক প্রতিষ্ঠান নির্দিষ্ট একজন গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ অর্থ নিয়ে নিজের কাছে সঞ্চিত রাখেন, সেই পরিমাণ অর্থকেই বলা হয় অ্যাসেস্ট আন্ডার ম্যানেজমেন্ট (Assets of LIC)। যে কোন মিউচুয়াল ফান্ড বা বিমা কোম্পানি বা সাধারণ বিনিয়োগকারী সংস্থার জন্য অ্যাসেস্ট আন্ডার ম্যানেজমেন্ট ভ্যালু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভ্যালুর উপর নির্ভর করেই বিচার করা হয়, কোন সংস্থা কতটা বড়? বর্তমানে এলআইসির অ্যাস্টেট আন্ডার ম্যানেজমেন্ট ভ্যালু অনেকটাই বেড়ে গেছে। ছাপিয়ে গেছে বেশ কিছু দেশের জিডিপিকেও।

এলআইসির অ্যাসেস্ট আন্ডার ম্যানেজমেন্ট (Assets of LIC) ভ্যালু কতটা বেড়ে গেছে তা একটা ছোট্ট হিসেব করলেই সহজে বোঝা যাবে। বর্তমানে এলআইসির অ্যাস্টেট আন্ডার ম্যানেজমেন্ট ভ্যালু পাকিস্তানের বর্তমান জিডিপির প্রায় দ্বিগুণ। বর্তমানে পাকিস্তানের জিডিপি রয়েছে ৩৩৮ বিলিয়ন ডলার। নেপালের জিডিপি ৪৪.১৮ বিলিয়ন ডলার এবং শ্রীলংকার জিডিপি ৭৪.৮৫ বিলিয়ন ডলার। ভারতের এই ৩ টি প্রতিবেশী দেশের মোট জিডিপি মিলিয়েও যা হবে তা এলআইসির অ্যাসেস্ট আন্ডার ম্যানেজমেন্ট ভ্যালুর থেকে অনেকটাই কম। বর্তমানে এলআইসির অ্যাস্টেট আন্ডার ম্যানেজমেন্ট ভ্যালু দাঁড়িয়েছে ৬১৬ বিলিয়ন ডলার।

Advertisements