5th Generation Fighter Jet: আমেরিকা, রাশিয়া, চীনের সমান সারিতে ভারত! অত্যাধুনিক ফাইটার জেট নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের

Prosun Kanti Das

Published on:

Advertisements

5th Generation Fighter Jet: Like America, Russia, China, India is also going to make 5th Generation Fighter Jet: নিরাপত্তা প্রদানে তৎপর হলো ভারত সরকার। সশস্ত্র বাহিনীদের আরো সুবিধা দিতে অনুমোদন দিল পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার। ইতিমধ্যেই রাশিয়া, চিন ও আমেরিকায় এই ফাইটার জেট বিমান তৈরি হয়েছে। এবার সেই তালিকায় নাম নথিভুক্ত করালো ভারত। যার জন্য বরাদ্দ করলো ১৫ হাজার কোটি টাকা। যা অনুমোদন করল নিরাপত্তা সংক্রান্ত কমিটি। ফলেই দেশীয় ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের জন্য এটা দারুন সুযোগ প্রদান করল। কবে উড়বে এই পঞ্চম প্রজন্মের ফাইটার বিমান? তার ডিজাইন কেমন হবে? রইল বিস্তারিত তথ্য।

Advertisements

প্রসঙ্গত, সময় যেমন বদলায় তেমন যুগেরও পরিবর্তন ঘটে। এক্ষেত্রে শেষ যুদ্ধবিমান তৈরি হয়েছে ১৯৭০ থেকে ৮০ সালে। যা চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে পরিচিত। ২০০০ সালে বেশ কিছু যুদ্ধবিমান নির্মিত হয় যা চতুর্থ প্রজন্মের বিমানে নতুন প্রযুক্তি যোগ করে তৈরি করা হয়েছে। যা ৪.৫ প্রজন্মের বিমান বলা হয়। ফলেই এবারে যে বিমানগুলিতৈরি হবে তা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে নামাঙ্কিত হবে।

Advertisements

ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে যুদ্ধবিমানের ডিজাইন। প্রকল্প অনুমোদনের পরেই প্রকাশ্যে এসেছে সেই তথ্য। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। পুরোপুরি দেশীয়ভাবে এবং ডবল ইঞ্জিন দ্বারা নির্মিত হবে এই ফাইটার জেটবিমান। এমন ডিজাইন প্রদান করা হবে যার ফলে খুব সহজেই শত্রুদের রাডার সনাক্ত করা যাবে। এর পাশাপাশি যে ফিচারগুলি থাকবে তা হল AI ইন্টিগ্রেশন, স্টিলথ ফিচার, দূরপাল্লার এনগেজমেন্ট, আনম্যানড সিস্টেম যা যৌথভাবে পরিচালনা করতে পারবে।

Advertisements

আরও পড়ুন ? Semiconductor Hub: চীনের লাটাই রতন টাটার হাতে, সেমিকন্ডাক্টর হাব করতে টাটারা পেল ১৮৮ একর জমি

যুদ্ধবিমান তৈরির পাশাপাশি তৈরি হবে প্রোটোটাইপ বিমান। খবর রয়েছে চার থেকে পাঁচটি প্রোটোটাইপ বিমান নির্মিত হবে। তৈরির পর তা পরীক্ষা এবং যাচাইকরন করে প্রোডাকশন করা হবে। কবে উড়বে এই ফাইটার জেট বিমান? সূত্রের খবর ভারতের লক্ষ্য রয়েছে ২০২৮ সালের মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান (5th Generation Fighter Jet) আকাশে উড়বে।

কারা তৈরি করবে এই অ্যাডভান্সড মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্ট (AMCA) অর্থাৎ পঞ্চম প্রজন্মের ফাইটার বিমান। খবর রয়েছে ভারত সরকার বেশ কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান (5th Generation Fighter Jet) তৈরি করবে। যার জন্য কয়েক লক্ষ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা যাচ্ছে। প্রাথমিক AMCA জেটবিমান তৈরি হবে ৪০ টি। পাশাপাশি প্রোটোটাইপগুলি GE 414 ইঞ্জিন দ্বারা চালিত হবে।

Advertisements