রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : গত মাস থেকেই রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের উপর অপরিসীম জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া দ্রুত সমাপ্ত করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। যদিও সম্প্রতি অনলাইনে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার প্রক্রিয়া বন্ধ করে সরকারিভাবে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে সংস্থার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে দিচ্ছেন।

তবে এক্ষেত্রে বহু গ্রাহকদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বেশ কিছু কারণে। যেমন কারোর ঠিকানা অন্যত্র হলে তিনি কিভাবে নিজের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাবেন এবং কোথায় করাবেন তা নিয়ে। আর এবার এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হলো।

মূলত কর্মসূত্রে যারা বাইরে থাকেন তাদের এমন একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বাধ্যতামূলকভাবে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে হবে, তবে এই লিঙ্ক করানোর জন্য নিজের জেলায় ছুটে যাওয়ার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের যে কোন জেলার যে কোন জায়গা থেকেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা।

সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যে এই মুহূর্তে থাকা মোট রেশন কার্ডের সংখ্যা হল ১০ কোটি ৩২ লক্ষ। আর এই সংখ্যার মধ্যে ইতিমধ্যেই রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নিয়েছেন ৬ কোটি ৪৭ লক্ষ জন। আর এই লিঙ্ক করানোর সময় রেশন কার্ড ব্যবহার করেন না অথবা ত্রুটিযুক্ত তথ্যের কারণে প্রায় ১৬ লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে।

রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো হলে প্রথম থেকেই দাবি করা হচ্ছিল ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত একাধিক অভিযোগের সমাপ্তি ঘটবে। আর এই প্রক্রিয়া যতই এগিয়ে যাচ্ছে ততই এই সকল দাবি-দাওয়া বাস্তবায়িত হচ্ছে।