The list of billionaires in the Bloomberg Billionaire Index has undergone major changes: এই মুহূর্তে ভারতীয় শেয়ার মার্কেটের হার ঊর্ধ্বগামী। বাড়ছে বিনিয়োগকারীদের পয়সা। ভারতীয় শিল্পপতিরা আরও বেশি সম্পত্তি বাড়িয়ে তুলছেন নিজেদের। আদানি গ্রুপের একাধিক শেয়ারের দাম ইদানিং বেড়ে গেছে অনেকটা। ফলে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির সম্পত্তির পরিমাণও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইনডেক্সের (Bloomberg Billionaire Index) দেওয়া তথ্য অনুযায়ী, গৌতম আদানি গত ১ সপ্তাহে সম্পত্তির পরিমাণ বাড়িয়ে প্রবেশ করেছে ১০০ বিলিয়ন ডলার ক্লাবে। অর্থাৎ বর্তমানে তার সম্পত্তির পরিমাণও ১০০ বিলিয়ন ডলারের বেশি। মাত্র ১ সপ্তাহের মধ্যে গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে ৯ বিলিয়ন ডলার। এই মুহূর্তে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ১০৯ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় রুপিতে এর মূল্য ৯০ লক্ষ কোটি টাকার বেশি।
ব্লুমবার্গ বিলিনিয়ার্সদের তালিকায় (Bloomberg Billionaire Index) এই মুহূর্তে ১৩ তম স্থান অধিকার করে আছেন গৌতম আদানি। এই তালিকার ১২ নম্বরে নাম রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির। তার মোট সম্পত্তির পরিমাণ ১১৪ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় রুপিতে এর মূল্য ৯৪ লক্ষ কোটি টাকারও বেশি। বর্তমানে মুকেশ আম্বানি আর গৌতম আদানির সম্পত্তির পরিমাণের মধ্যে পার্থক্য রয়েছে মাত্র ৫ বিলিয়ন ডলারের। অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাত্র ৪ লক্ষ কোটি টাকার পার্থক্য।
ব্লুমবার্গের তৈরি করা তালিকা (Bloomberg Billionaire Index) অনুযায়ী, মুকেশ আম্বানির চেয়ে মাত্র এক ধাপ পিছিয়ে আছেন গৌতম আদানি। ২ জনের সম্পত্তির পরিমাণের মধ্যে পার্থক্য খুবই কম। যে হারে গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বেড়ে চলেছে তাতে হয়তো খুব শীঘ্রই মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যেতে পারে গৌতমা আদানি। শেয়ার বাজারে আদানি গ্রুপের শেয়ার গুলির দাম যদি একই হারে বাড়তে থাকে, তাহলে এই দিন আর বেশি দূরে নয়। গৌতম আদানি সত্যি সত্যি মুকেশ আম্বানিকে টোপকে বিলিনিয়াদের তালিকায় আরো ২ ধাপ এগিয়ে যেতে পারেন কিনা, সেই দিকে লক্ষ্য রেখেছেন বিশেষজ্ঞরা।
মুকেশ আম্বানির থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন গৌতমা আদানি। আচমকাই ভারতীয় শেয়ার বাজারের দর অনেকটা বেড়ে গেছে। বেড়েছে আদানি গ্রুপের বিভিন্ন শেয়ারের দামও। মাত্র ১ সপ্তাহে নিজের সম্পত্তির পরিমাণ বাড়িয়ে সম্পত্তির নিরিখে মুকেশ আম্বানিকে সরাসরি টক্কর দিতে এগিয়ে এসেছে গৌতম আদানি। এক সপ্তাহে আদানি গ্রুপের মোট ১০ টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে লাফিয়ে। তবে লেনদেনের উপর ভিত্তি করে সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্রবার আদানি গ্রুপের কোম্পানীগুলির শেয়ারে বেশ চাপ ছিল। চড়া রেকর্ড হবার পরও প্রফিট বুকিং হচ্ছে ভালো রকম ভাবে।
ব্লুমবার্গের তালিকা (Bloomberg Billionaire Index) অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ড। তার মোট সম্পত্তির পরিমাণ ২১১ বিলিয়ন ডলার। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছেন জেফ বেজস। তালিকার তৃতীয় স্থান অধিকার করেছেন টেসলার কর্নধার এলেন মাস্ক। তালিকায় প্রথম ৫ এ নাম রয়েছে মার্ক জুকেরবার্গেরও। তালিকায় তার স্থান চতুর্থ। পঞ্চম স্থানে রয়েছে ল্যারী পেজের নাম। তবে এক কালে বিশ্বের সেরা ধন কুবেরের তকমা ছিল যার হাতে, সেই বিল গেটসের নাম রয়েছে এই তালিকার ষষ্ঠ স্থানে।