শুরু হতে চলেছে অনলাইনে ভর্তি, দেখে নিন বীরভূমের বিভিন্ন কলেজের ওয়েবসাইট

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর উচ্চমাধ্যমিকের ফলাফল বের হওয়ার আগেই রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে কলেজে ভর্তি হওয়া নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করে। নির্দেশিকা অনুযায়ী জানা যায় আগামী ১০ আগস্ট থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে সম্পূর্ণভাবে অনলাইনে। আর এই ১০ আগস্ট থেকে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীরা।

Advertisements

ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে। নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয় এজন্য কোন তালিকা প্রকাশ করা হবে না। যোগ্য পড়ুয়াকে সরাসরি ইমেল অথবা ফোন মারফৎ ভর্তির প্রস্তাব দেওয়া হবে। ভর্তি ফি জমা দিতে হবে ব্যাঙ্ক মারফত। কলেজে ভর্তির জন্য আবেদন করার সময় আবেদনকারীকে সমস্ত রকম নথিপত্র যা কলেজ থেকে চাওয়া হবে তা আপলোড করতে হবে। ভর্তি হয়ে যাওয়ার পরেও যদি কোন পড়ুয়ার তথ্য নিয়ে কোনোরকম অসঙ্গতি ধরা পড়ে তাহলে তার ভর্তি বাতিল করা হবে।

Advertisements

এক্ষেত্রে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির সুবিধার্থে আমরা নিয়ে এসেছি জেলার বিভিন্ন কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তবে মনে রাখবেন এই কলেজের তালিকা এবং তাদের ওয়েবসাইট লিঙ্ক শুধুমাত্র বীরভূম জেলার জন্য।

Advertisements

১) অভেদানন্দ মহাবিদ্যালয়, সাঁইথিয়া – http://abhedanandamahavidyalaya.ac.in/

২) বীরভূম মহাবিদ্যালয়, সিউড়ি – http://www.bmsiuri.org/

৩) বোলপুর কলেজ, বোলপুর – http://bolpurcollege.edu.in/HOME

৪) চন্ডীদাস মহাবিদ্যালয়, খুজুটিপাড়া – http://chandidasmahavidyalaya.ac.in/

৫) হীরালাল ভকত কলেজ, নলহাটি – http://www.hbcnht.in/

৬) কবি জয়দেব মহাবিদ্যালয়, ইলামবাজার – http://kjmahavidyalaya.co.in/

৭) কাজী নজরুল কলেজ, মুরারই – http://kabinazrulcollege.ac.in/

৮) হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ –
http://www.krishnachandracollege.in/

৯) লোকপাড়া মহাবিদ্যালয়, লোকপাড়া – http://www.lokeparamahavidyalaya.org/

১০) রাজনগর মহাবিদ্যালয় –

১১) রামপুরহাট কলেজ – http://rampurhatcollege.in/

১২) শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়, খয়রাশোল –
http://sfsmahavidyalaya.org/

১৩) শম্ভুনাথ কলেজ, লাভপুর –
https://www.sambhunathcollege.ac.in/

১৪) সিউড়ি বিদ্যাসাগর কলেজ –
http://surividyasagarcollege. org.in

১৫) টুরকু হাঁসদা লেপচা হেমরম মহাবিদ্যালয়, মল্লারপুর –
http://www.thlhmahavidyalay.ac.in/

১৬) পূর্ণীদেবি চৌধুরি গার্লস কলেজ, বোলপুর – http://www.pdcgc.in/

১৭) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন,বোলপুর –
http://www.visvabharati.ac.in/

১৮) রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, রামপুরহাট –
https://www.rampurhatgmch.edu.in/

১৯) বেঙ্গল ল কলেজ –
http://www.camelliagroup.in/mainsite/education/law/

২০) বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, সিউড়ি –
http://www.bietsuri.ac.in/

২১) বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, বোলপুর –
http://bitm.org.in/

২২) শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, সিউড়ি –
https://www.srsv.in/

Advertisements