Low budget hotels in Darjeeling: পকেট খালি নয়, দার্জিলিংয়ে ৬০০-১৫০০ টাকায় রাজকীয়ভাবে থাকা যায় এই সব সরকারি হোটেলে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : শীত হোক অথবা বসন্ত, বছরের বিভিন্ন সময় পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় দার্জিলিংয়ে (Darjeeling)। সাধারণত সারা বছরই রাজ্যের এই শৈল শহরে পর্যটকদের ভিড় হলেও দুর্গাপুজোর সময় থেকে ভিড় অনেক বেশি হয়। এই সময় থেকে এখানকার হোটেলগুলি (Darjeeling Hotels) রীতিমতো চড়া দামে পর্যটকদের হোটেল ভাড়া দিয়ে থাকে। চড়া দামে হোটেল নিতে গিয়ে পকেট খালি হওয়ার পরিস্থিতি হয়ে দাঁড়ায় পর্যটকদের।

তবে এরই মধ্যে দার্জিলিংয়ে বেশ কিছু সরকারি অথবা সরকার নির্দিষ্ট করে দেওয়া হোটেলে (Low budget hotels in Darjeeling) মাত্র ৬০০-১৫০০ টাকায় থাকার জায়গা পাওয়া যায়। কম খরচে থাকার জায়গা বা হোটেল পাওয়া যায় বলে এমন নয় সেখানে সব সুবিধা পাবেন না। বরং অন্যান্য হোটেলের থেকেও বেশি সুবিধা মিলতে পারে। আসলে এইসব হোটেল বা গেস্ট হাউস পর্যটকদের সুবিধার জন্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে।

১) নিউ জলপাইগুড়ি থেকে ১১০ কিলোমিটার দূরে রয়েছে ডাফে মুনাল ট্যুরিস্ট লজ। এখানে আপনি মাত্র ১৫০০ টাকায় পেয়ে যাবেন এক রাত কাটানোর সুযোগ। ১৫০০ টাকায় পাওয়া যাবে দুটি ডবল ডিলাক্স বেডরুম। এখানে সমস্ত আসবাবপত্র কাঠের।

২) সস্তায় যে সকল হোটেল বা লজ পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি হল জোরপোখারি ট্যুরিস্ট লজ। এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে। মোটের উপর মাত্র এক হাজার টাকা থেকে শুরু করে রুম পাওয়া যায়। চার হাজার টাকা পর্যন্ত এখানে রুমের জন্য খরচ করা যেতে পারে। অত্যাধুনিক সব ব্যবস্থার পাশাপাশি এখানে একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে একসঙ্গে ২০ জন বসে খাওয়া-দাওয়া করতে পারবেন।

আরও পড়ুন 👉 দীঘা, দার্জিলিং অতীত! এবার দক্ষিণবঙ্গের এই পর্যটন কেন্দ্রে তৈরি হবে রোপওয়ে

৩) ম্যাপেল ট্যুরিস্ট লজ হল দার্জিলিং এবং পার্শ্ববর্তী এলাকায় একটি সস্তায় থাকার জায়গা। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে এই হোটেলের দূরত্ব হলো ৭৪ কিলোমিটার। এখানে ডবল বেড, ডবল স্ট্যান্ডার্ড বেড, ডবল ডিলাক্স বেড, ৪ শয্যা বিশিষ্ট ঘর রয়েছে। এখানে ভাড়া ১৫০০ টাকা থেকে শুরু।

৪) প্রতি রাতে মাত্র ১৫০০ টাকা খরচ করে থাকার সুযোগ রয়েছে কার্শিয়াং ট্যুরিস্ট লজে। নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে এই লজ। সস্তায় থাকার সুযোগের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের রাজকীয় সব সুবিধা দেওয়া হয়।

৫) ডালি পুলিশ গেস্ট হাউস হলো সস্তায় থাকার সবচেয়ে একটি বড় জায়গা। তবে এখানে সবাই থাকার সুযোগ পান না। এখানে মাত্র ৬০০ টাকায় পাওয়া যায় রুম। পাশাপাশি রয়েছে সব সময় গিজারের ব্যবস্থা। এছাড়াও অন্যান্য সব সুযোগ-সুবিধাও রয়েছে। এখানে থাকতে হলে পুলিশে কর্মরত কারো মাধ্যমে বুকিং করতে হবে।