List of Top 10 most live able cities in India: সম্প্রতি ইজ অফ লিভিং ইনডেক্সের তরফ থেকে বাসযোগ্য শহরগুলির (Most Liveable Cities in India) নামের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিটি শহরের নাগরিকদের জীবনযাত্রার মান, শিথিলতা, স্বচ্ছলতা, অর্থনৈতিক পরিকাঠামো ইত্যাদির উপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়। ভারতের প্রতিটা রাজ্যের অন্তর্গত প্রত্যেকটা শহরের খুঁটিনাটি বিষয়ের পর্যালোচনা করার পর এই রিপোর্ট তৈরি করা হয়। ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, বাসযোগ্য শহরগুলি শীর্ষে রয়েছে ব্যাঙ্গালোর। কিন্তু দুঃখের বিষয়, এই তালিকার প্রথম দশে নাম নেই কলকাতার। ইজ অফ লিভিং ইনডেক্সের তৈরি করা বাসযোগ্য শহরগুলির তালিকা অনুযায়ী, প্রথম দশটি শহরের নাম উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
ব্যাঙ্গালোর: ইজ অফ লিভিং ইনডেক্সের তৈরি করা বাসযোগ্য শহরের (Most Liveable Cities in India) তালিকায় প্রথম স্থানে রয়েছে ব্যাঙ্গালোর। কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোর, ভারতের সিলিকন সিটি নামে পরিচিত। সমীক্ষায় শহরটির প্রাপ্ত স্কোর ৬৬.৭০।
পুনে: তালিকার দ্বিতীয় স্থানাধিকারী শহরটির নাম মহারাষ্ট্রের পুনে। সৌহার্দ্রি পর্বত মালায় অবস্থিত সাজানো শহরটি শিক্ষা প্রতিষ্ঠান ও আইটি শিল্পের জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়া পর্যটন কেন্দ্র হিসেবেও নামডাক আছে শহরটির। সমীক্ষায় পুনের প্রাপ্ত স্কোর ৬৬.২৭।
আহমেদাবাদ: তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাটের আমেদাবাদ। বিভিন্ন মন্দির, স্থাপত্য, ভাস্কর্য, নদ, নদীর জন্য বিখ্যাত এই শহরটি। দেশ বিদেশের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ভারতীয় সংস্কৃতিতে পূর্ণ শহর আমেদাবাদ। সমীক্ষায় আমেদাবাদের স্কোর ৬৪.৮৭।
চেন্নাই: তালিকায় চতুর্থ স্থান দখল করেছে চেন্নাই। শহরটি তামিলনাড়ুর রাজধানী। এখানকার নাগরিকদের উন্নত মানের জীবনযাত্রা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সামুদ্রিক খাবার, সমুদ্র বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য সবমিলিয়ে বেশ নজর কেড়েছে শহরটি। বিভিন্ন প্রাচীন মন্দির, শিল্প, স্থাপত্যের জন্য পর্যটকদের কাছেও শহরটি বেশ আকর্ষণীয়। সমীক্ষায় এই শহরটি স্কোর করেছে ৬২.৬১।
সুরাত: তালিকায় পঞ্চম স্থানাধিকারী শহরটির নাম গুজরাটের সুরত। শহরটি ভারতের হীরক শহর নামে পরিচিত শহরটি নাগরিকদের জীবনযাত্রা এবং পরিছন্নতার জন্য বেশ জনপ্রিয় সমীক্ষায় শহরটির প্রাপ্ত স্কোর ৬১.৭৩।
নভি মুম্বাই: তালিকার ষষ্ঠ স্থানে নিজের নাম নথিভুক্ত করতে সফল হয়েছে নভী মুম্বাই। সমীক্ষায় তার স্কোর ৬১.৭০। নাগরিকদের আধুনিক জীবনযাত্রা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শহরটি বেশ জনপ্রিয়।
কোয়েম্বাটুর: সপ্তম স্থানে রয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরটি। শহরটির প্রাপ্ত স্কোর ৫৯.৭২। প্রাচীন মন্দির ও খাদ্যের গুনাগুনের জন্য শহরটি বিখ্যাত।
আরো পড়ুন: দেশের সবচেয়ে পরিষ্কার শহর ইন্দোর, কত নম্বরে বাংলা, জানলে লজ্জা পাবেন
ভদোদরা: তালিকার অষ্টম স্থানে নিজের নাম নথিভুক্ত করেছে গুজরাটের ভদোদরা স্থাপত্য, সংগীতের জন্য বিখ্যাত। শহরটির প্রাপ্ত স্কোর ৫৯.২৪। এই শহরটিকে নিয়ে গুজরাটের মোট তিনটি শহরের নাম বাসযোগ্য শহরের (Most Liveable Cities in India) তালিকার প্রথম দশে রয়েছে।
ইন্দোর: ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের খেতাব জিতেছে ঐতিহাসিক শহর ইন্দোর। ৫৮.৫৯ স্কোর করে তালিকার নবম স্থানে নিজের জায়গা পাকা করছে মধ্যপ্রদেশের ইন্দোর।
গ্রেটার মুম্বাই: নভী মুম্বাইয়ের পাশাপাশি গ্রেটার মুম্বাইও বাসযোগ্য শহরের তালিকার প্রথম দশে নিজের নাম নথিভুক্ত করেছে। সমীক্ষায় তার প্রাপ্ত স্কোর ৫৮.২৩। ইস অফ লিভিং ইনডেক্সের তৈরি করা তালিকার প্রথম দশে মুম্বাই শহরের নাম না থাকলেও, মুম্বাইয়ের অতিরিক্ত অংশ হিসেবে পরিচিত গ্রেটার বা বৃহত্তর মুম্বাই জায়গা করে নিয়েছে দশম স্থানে।