নিজস্ব প্রতিবেদন : ভাড়া ছিল ৩০ টাকা, বৃহস্পতিবার থেকে এক ধাক্কায় সেই ভাড়া কমে হলো মাত্র ১০ টাকা। এক ধাক্কায় তিনগুণ ভাড়া কমে যাওয়ার বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য হলেও এমনটাই এবার করা হলো পশ্চিমবঙ্গের একটি রুটের জন্য। অবশ্য ওই রুটে আগেও লোকাল ট্রেনের (Local Train) ভাড়া ছিল ১০ টাকা, কিন্তু কোভিড অতিমারির সময় তা তিনগুণ বাড়িয়ে করা হয়েছিল ৩০ টাকা। তবে এবার যাত্রীদের সুখবর দিয়ে পুনরায় ভাড়া কমিয়ে (Local Train Fare Decreased) আগের রেটে আনা হলো।
ভারতীয় নাগরিকদের কাছে ভারতীয় রেল কতটা গুরুত্বপূর্ণ তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। প্রতিদিনই দেশের এক প্রান্তের মানুষ ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এমন পরিস্থিতিতে ট্রেনের ভাড়া যত কম হয় ততই যাত্রীদের কাছে তা সুবিধা। যে কারণে এই রুটটিতে ৩০ টাকার ভাড়া ১০ টাকায় ফিরিয়ে আনার পরিপ্রেক্ষিতে খুশি রেল যাত্রীরা।
আসলে কোভিড কালে ভাড়া বাড়িয়ে দেশের বিভিন্ন রুটে রেলের তরফ থেকে বিশেষ ট্রেন চালানো শুরু করা হয়েছিল। কিন্তু কোভিড চলে গেলেও বেশ কিছু রুট রয়েছে যেগুলিতে এখনো ভাড়া আগের জায়গায় ফেরানো হয়নি। এই সকল রুটের মধ্যেই একটি হল কাটোয়া আজিমগঞ্জ। যে রুটের ভাড়া আগে ১০ টাকা থাকলেও পরবর্তীতে কোভিড কালে তা ৩০ টাকা করা হয়েছিল। আর এবার পুনরায় তা ১০ টাকা করা হলো।
আরও পড়ুন ? Eastern Railway Local Train: কষ্টের দিন শেষ করতে চলেছে পূর্ব রেল, লোকাল ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত
অন্যান্য সমস্ত ডিভিশনের লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া ১০ টাকা থাকলেও দীর্ঘ কয়েক বছর ধরেই আজিমগঞ্জ কাটোয়া রুটের সর্বনিম্ন ভাড়া ৩০ টাকায় থেকে যায়। এর পরিপ্রেক্ষিতে যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের জন্য ৩০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত খরচ করতে হতো। এমত অবস্থায় একাধিকবার রাজ্যের সাংসদ থেকে শুরু করে বিধায়কদের তরফ থেকে রেলের কাছে আবেদন জানানো হয়েছিল। আবেদন জানানো হয়েছিল বিভিন্ন ব্যবসায়ী সমিতির তরফ থেকেও। এসবের পরিপ্রেক্ষিতে অবশেষে ভাড়া কমানোর পদক্ষেপ হাসি ফুটিয়েছে এই রুটের যাত্রীদের মুখে।
এই ভাড়া কমানোর বিষয়ে রেলের তরফ থেকে জানানো হয়েছে, কোভিডকালে গোটা দেশেই ভাড়া বাড়ানো হয়েছিল। এবার পূর্ব রেলের ওই রুট অর্থাৎ আজিমগঞ্জ কাটোয়া রুটের ভাড়া আগের পর্যায়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই ভাড়া আগের পর্যায়ে কার্যকর হবে অর্থাৎ সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নেওয়া হবে যাত্রীদের থেকে।