কবে থেকে চলবে লোকাল ট্রেন, কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা বিধি-নিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ালেন। পূর্বঘোষণা অনুযায়ী যে মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল তা চলবে ১৫ জুলাই পর্যন্ত। তবে এই বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হলেও একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আর এর পরেই প্রশ্ন উঠছে কবে চালু হবে লোকাল ট্রেন।

লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবিতে একাধিক জায়গায় ক্ষোভ বিক্ষোভ চোখে পড়ছে। গণ পরিবহণের ক্ষেত্রে অসুবিধার পাশাপাশি এই লোকাল ট্রেনের সাথে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের রুজি-রুটি। তবে পরিস্থিতির দিকে নজর রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০% যাত্রী নিয়ে সরকারি এবং বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রে অনুমোদন দিলেও লোকাল ট্রেন চালানোর পক্ষে রায় দিলেন না। পরিস্থিতির দিকে নজর রেখে তাকে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল।

এবিষয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করা কালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনো ট্রেন পরিষেবা চালু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।” তবে তিনি জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে। লোকাল ট্রেনের পাশাপাশি এখনই সাধারণ মানুষদের জন্য চালু হচ্ছে না মেট্রো পরিষেবাও।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথেই ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়ার পথে হেঁটেছিল রাজ্য সরকার। আর সেই সময়কাল থেকেই বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা, যা প্রায়ই দু’মাস অতিক্রান্ত হতে চললো। রাজ্যে যখন ধীরে ধীরে সংক্রমণের সংখ্যা কমছে ঠিক সেই সময় অনেকেই আশা করেছিলেন হয়তো জুলাই মাস থেকে শুরু হবে লোকাল ট্রেন পরিষেবাও। তবে রাজ্যের সিদ্ধান্ত মোতাবেক বাস পরিষেবা চালু হলেও জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হচ্ছে না তা একপ্রকার নিশ্চিত হয়ে গেল মুখ্যমন্ত্রীর ঘোষণায়।