জেলায় লোকাল ট্রেন চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা, প্রস্তুতি তুঙ্গে

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ সাড়ে সাত মাসের অবসানের পর ১১ নভেম্বর থেকে বাংলায় লোকাল ট্রেনের চাকা গড়াতে শুরু করে। করোনাকালে পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ায় যেমন পরিবহনের লাইফলাইন পুনর্জীবিত হচ্ছে, ঠিক তেমনি রুজি রোজগারের পথ খুলে যাচ্ছে। তবে এই লোকাল ট্রেন পরিষেবা কলকাতা এবং শহরতলী এলাকায় শুরু হলেও ব্রাত্য থাকে বীরভূম সহ বিভিন্ন জেলা। যার পরেই লোকাল ট্রেনের দাবিতে ক্ষোভ বাড়তে থাকে জেলাস্তরের বাসিন্দাদের। তবে এই ক্ষোভ খুব দ্রুতই প্রশমিত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার পর বর্তমানে জেলা স্তরে রেলের যে প্রস্তুতি শুরু হয়েছে তাতে মনে করা হচ্ছে জেলায় লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার সকাল থেকে বীরভূমের সিউড়ি রেলস্টেশনে রেলকর্মীদের চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। আর এই ব্যস্ততা দেখে মনে করা হচ্ছে খুব দ্রুত এই রুটগুলিতে চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা। কানাঘুষা এটাও শোনা যাচ্ছে যে হয়তো আগামী সপ্তাহ থেকেই বীরভূমের বিভিন্ন রুটে লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়ে যেতে পারে। তবে কবে থেকে তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তা সম্পর্কে রেল কর্তৃপক্ষের কেউ কিছু বলতে নারাজ।

রেল কর্মীদের তৎপরতায় যে সকল জিনিস লক্ষ্য করা গেল

১) শুক্রবার সকাল থেকে রেলকর্মীরা সিউড়ি স্টেশনের প্ল্যাটফর্ম চত্বর এবং টিকিট কাউন্টার থেকে অন্যান্য সমস্ত জায়গায় মার্কিং করা শুরু করে দিয়েছেন যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য।

২) প্ল্যাটফর্ম থেকে স্টেশন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে তৎপরতার সাথে।

৩) ইতিমধ্যেই গত রবিবার থেকে সিউড়ি রেল স্টেশনের টিকিট কাউন্টার খুলে দেওয়া হয়েছে। তবে এখন কেবলমাত্র রিজার্ভেশন টিকিট বুক করা যাচ্ছে এই কাউন্টার থেকে।

৪) রেললাইন চেকিং থেকে ফাঁকা লোকাল ট্রেন চালিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

পরিষেবা চালু হলে কোন সময় মিলতে পারে?

রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার আগে রেল বোর্ড এবং রাজ্য সরকারের দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত হয় অফিস টাইমে ৯৫% লোকাল ট্রেন চালানো হবে। করোনাকালে রাজ্য সরকার এবং রেল বোর্ডের এই সিদ্ধান্ত থেকে অনুমান করা হচ্ছে যে বীরভূমের বিভিন্ন রুটে পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু হলে সেক্ষেত্রেও জোর দেওয়া হবে অফিস টাইমের দিকেই।