Lok Sabha Election 2024: একই শহরে দুবার! ভোট সাক্ষী উত্তরবঙ্গের এই এলাকার বাসিন্দারা

Lok Sabha Election 2024 will be held twice in the same city: ২০২৪-এ লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দিন ঘোষণা হয়ে গেছে। ১৯ শে এপ্রিল থেকে ১ লা জুন অব্দি ৭ টি দফায় এই ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে। কোন জেলায় কোন দফায় ভোট হবে সবকিছুর তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ৭ টি আলাদা দফায় ভোট হবার ফলে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হতে চলেছে উত্তরবঙ্গ। একই এলাকার বাসিন্দাদের মধ্যে কেউ ভোট দেবেন প্রথম দফায় তো কেউ ভোট দেবেন দ্বিতীয় দফায়।

উত্তরবঙ্গে শিলিগুড়ি জেলার অন্তর্গত দুটি শহর দার্জিলিং ও জলপাইগুড়ি, ভৌগোলিক অবস্থানের কারণে দুটি জেলায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024) অনুষ্ঠিত হতে চলেছে, সম্পূর্ণ আলাদা দুটি দিনে। জলপাইগুড়ি এলাকার বাসিন্দারা ভোট দেবেন প্রথম দফায় এবং দার্জিলিং এলাকার বাসিন্দারা ভোট দেবেন দ্বিতীয় দফায়। একই জেলায় শুধু বসবাস করেন তাই নয়, পাশাপাশি বাড়িতে বসবাস করা সত্ত্বেও নিজেদের এলাকার উপর ভিত্তি করে সম্পূর্ণ দুটি আলাদা দিনে আলাদা দফায় ভোট দিতে চলেছেন শিলিগুড়িবাসী।

২০২৪ সালের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দিন ঘোষণা হবার পর জানা যায় যে, শিলিগুড়ি জেলার দুটি শহর জলপাইগুড়ি ও দার্জিলিঙে দুটি আলাদা দফায় ভোট গ্রহণ হবে। অর্থাৎ একই জেলায় দুবার ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে। কেউ কেউ এই ঘটনায় চূড়ান্ত রকম বিরক্তি প্রকাশ করছেন আবার কেউ বিষয়টিকে উপভোগ করতে চাইছেন। একই এলাকায় দুবার ভোট হওয়ায় প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষভাবে পরিকল্পনা করতে হবে নির্বাচন কমিশনের। লোকসভা ভোটের সময় অনুপ্রবেশকারীদের উপর নিষেধাজ্ঞা থাকে, একই জেলায় দুবার ভোট হলে আলাদা জেলার মানুষদের প্রবেশ কি করে বন্ধ করবেন তা নিয়েই চিন্তাভাবনা করছেন নির্বাচন কমিশন।

আরও পড়ুন 👉 BJP Seats Target in WB: ৩৫-ও নয়, ২৫-ও নয়! এবার বঙ্গ বিজেপিকে নতুন টার্গেট দিবেন অমিত শাহ

শিলিগুড়ির বিজেপি বিধায়ক জানান, এটি তাদের কাছেও একেবারেই নতুন বিষয়। তাঁর নিজের এলাকার ভোট ২৬ তারিখে অথচ তার দু তিনটে বাড়ির আগের বাড়ির বাসিন্দাদের ভোট ১৯ তারিখে। তবে এখনো পর্যন্ত শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়ে এসেছে। আশা করা যায় এবারেও তার অন্যথা হবে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক দফায় ভোটের দাবি করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার তা মানেনি। বর্তমানে সারা ভারত জুড়ে ৭ দফায় ভোট অনুষ্ঠিত হতে চলেছে। জলপাইগুড়ি আর দার্জিলিং এর ভোট আলাদা দিনে হলে এক এলাকার লোক আরেক এলাকায় যাবেনই। দুটি এলাকার ভোট যদি একই দিনে হতো তাহলে এই সমস্যায় পড়তে হতো না নির্বাচন কমিশনকে।

তৃণমূল নেতা গৌতম দেব বলেন, মোট ১৪ টি ওয়ার্ড জলপাইগুড়ি লোকসভার অন্তর্ভুক্ত হলেও, প্রশাসনিকভাবে এই এলাকার রক্ষণাবেক্ষণ করেন শিলিগুড়ি পুরোনিগম। যদি দার্জিলিং ও জলপাইগুড়ির ভোট এক দিনে রাখা যেত তাহলে সব সমস্যা মিটে যেত। কোনরকম ঝামেলায় পড়তে হতো না নির্বাচন কমিশনকে। এর পাল্টা উত্তরের অবশ্য সম্পর্ক বলেছেন তৃণমূল কর্মীরা অনেক কিছুই চাইতে পারে। তারা হয়তো নির্বাচন কমিশনে তৃণমূলের কর্মীকে বসাতে চাইতে পারে, অথবা তৃণমূলের দ্বারা মনোনীত বিচারপতির দাবিও করতে পারে। পদাধিকার নিয়ে দুই দলের লড়াই চলতেই থাকবে। কিন্তু একই জেলায় দুটি আলাদা দিনে ভোট (Lok Sabha Election 2024) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কি পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন সেটাই দেখার বিষয়।