Long distance train ticket prices are going to increase in Bangladesh: বাংলাদেশে ট্রেনের ভাড়া বাড়তে (Ticket price hike of Train) চলেছে আগামী অর্থবছরের শুরুতেই অর্থাৎ পয়লা এপ্রিল থেকেই। বাংলাদেশী রেলওয়ে সূত্রের খবর, কাছাকাছি দূরত্বের ট্রেনের ভাড়া বাড়ানো না হলেও দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে ভাড়া বাড়ানো হচ্ছে ৩০ শতাংশ। এখনো পর্যন্ত সরকারিভাবে কোন ঘোষণা করা না হলেও এই সিদ্ধান্তে প্রায় শীলমোহর পড়ে গেছে বলা যায়।
১০০ মিটার দূরত্ব অবধি ট্রেনের ভাড়া একই থাকবে তার বেশি দূরত্ব হলেই বেড়ে যাবে ভাড়ার পরিমান। তবে অবশ্য সরাসরি ভাড়া বাড়তে (Train Ticket of Bangladesh) চলেছে বলাটা ভুল। টিকিট কাটার সময় যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন যাত্রীরা সেগুলি তুলে নেওয়া হচ্ছে আপাতত, আর তাতেই যাত্রীদের পকেট থেকে কিছু অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ০ থেকে ১০০ কিলোমিটার অব্দি যাত্রার ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হয় না তাই ছাড় তুলে নেবার প্রশ্নই ওঠেনা।
১০১ কিমি থেকে 250 কিমি পর্যন্ত যাত্রা পথে টিকিটের ভাড়ায় ছাড় দেওয়া হতো ২০ শতাংশ, ছাড় তুলে নেওয়ার পর সেই পথে খুব স্বাভাবিকভাবেই টিকিটের ভাড়া বাড়তে (Train Ticket of Bangladesh) চলেছে ২০ শতাংশ। এই একই নিয়মে ২৫১ কিমি থেকে ৪০০ কিমি দূরত্বের যাত্রা পথে ভাড়া বাড়তে চলেছে ২৫ শতাংশ এবং ৪০১ কিমি থেকে যতদূর পর্যন্ত রেল পথ বিস্তৃত আছে সেই দূরত্বের টিকিট ভাড়া ৩০ শতাংশ বাড়তে চলেছে।
আরও পড়ুন ? Burimari Express: আরও সহজ হল বাংলাদেশ-নেপাল-ভুটান ভ্রমণ! চালু হল নতুন ট্রেন
বিভিন্ন খাতে ভর্তুকি দিতে গিয়ে বাংলাদেশের রাজস্বে ঘাটতি দেখা গেছে, আর এই ঘাটতি নিয়ন্ত্রণের জন্যই নানা রকম পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। ট্রেনের ভাড়া বৃদ্ধি করা সরকারের এরকমই একটা পদক্ষেপ। তবে হুট করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সিদ্ধান্তের পিছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বহুদিন ধরে ট্রেনের ভাড়া না বাড়িয়ে একই রাখা হয়েছে, কিন্তু ট্রেন চলাচল করার খরচ অনেকটাই বেড়ে গেছে। তাই টারেনের ভাড়া কিছুটা বাড়ানো হলেও তা অযৌক্তিক নয়।
অনেকদিন ধরেই ট্রেনের ভাড়া বৃদ্ধি (Train Ticket of Bangladesh) করার জন্য দাবি তুলছিল একদল শেষমেশ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ট্রেনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয় সম্প্রতি সেই প্রস্তাবকে অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী রেল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে পহেলা এপ্রিল থেকে ২৫১ বা তার বেশি দূরত্বে ট্রেনের ভাড়া বাড়ানো হবে।