Works of RPF vs GRP: দুজনেরই কাজ একইরকম! কিন্তু কখনোই এক নয়, কোথায় তফাৎ RPF এবং GRP-র

Looks alike but different types of works of RPF and GRP: দেশের নাগরিকদের পুলিশি নিয়ন্ত্রণের দ্বারা নিরাপত্তা প্রদান করা হয়। তবে এক্ষেত্রে ভারতীয় পুলিশ বিভাগে বিভিন্ন পোস্টে বিভিন্ন ব্যক্তি কর্মরত। সেই অনুযায়ী কাজও অন্যরকম। তেমনি পুলিশি বিভাগের দুটি পোস্ট হল RPF এবং GRP। যাদেরকে ডিউটি পালন করতে হয় রেল বিভাগে। যারা ট্রেন ভ্রমণ করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই দুই বিভাগের পুলিশকে। কিন্তু এদেরকে দেখে কখনো কি প্রশ্ন জিতেছে যে ভারতীয় রেল বিভাগে এই দুই পুলিশের কাজ কী? এই দুই বিভাগের পুলিশের মধ্যে তফাৎ (Works of RPF vs GRP) কোথায় রয়েছে? আসুন সেই বিষয়েই জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত, চাকরির পরীক্ষায় লিখিত বা ইন্টারভিউয়ে এই ধরনের প্রশ্ন করা হয়। ফলেই যেসব ব্যক্তিরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নের উত্তর জেনে রাখা অবশ্যই দরকার। তাই যদি জানা না থাকে অবশ্যই জেনে নিন আরপিএফ এবং জিআরপি-র কাজ (Works of RPF vs GRP) কী এবং এদের পার্থক্য কোথায়?

RPF-এর কাজ

রেলযাত্রীদের প্রোটেকশন দেওয়াই হলো RPF-এর প্রধান কাজ। মূলত ট্রেনের ভিতরে এবং বাইরে নিরাপত্তার দায়িত্ব পালন করে আরপিএফ ফোর্স। যাত্রীরা যাতে নিরাপত্তায় ভালোভাবে ভ্রমণ করতে পারে, কোনো দ্বন্দ্ব, সংঘর্ষ বা অসৎ কোনো কর্ম স্টেশনে না হয় সেদিকে লক্ষ্য রাখেন আরপিএফ পুলিশরা। যদি কেউ চুরি বা কোনো অসৎ কর্ম করে থাকেন তাহলে তাদের সাবধান করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আরপিএফ ফোর্স।

আরও পড়ুন 👉 Eastern Railways New Rakes: আরও আরামে হবে যাতায়াত! বীরভূমের এই ৪ জোড়া ট্রেনের রেক বদলে দিল পূর্ব রেল

GRP-র কাজ

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন জিআরপি ফোর্স। পুলিশ বিভাগের আরপিএফ এবং জিআরপি উভয়েরই কর্ম একই। রেল যাত্রীদের নিরাপত্তা প্রদান করা, ট্রেনে কোনো অনৈতিক বা খারাপ কোনো ঘটনা ঘটলে তার তদন্তের ভার থাকে এই পুলিশদের উপর। এদেরকে মূলত সরকারি রেলওয়ে পুলিশ বলে অভিহিত করা হয়।

বিশেষত রেলওয়ে বিভাগের দেখাশোনার জন্যই এই দুই পুলিশ নিয়োগ করা হয়। যাদের কর্ম প্রায় একই রকম। ট্রেনসহ ট্রেনের যাত্রীরা যাতে নিরাপদ ভাবে সব রকম সুবিধা পেয়ে আরামে ভ্রমণ করতে পারে তার দায়িত্ব পালন করে জিআরপি এবং আরপিএফ পুলিশরা (Works of RPF vs GRP)। তাই কোনো সময় ট্রেনে বা স্টেশনে কোনো বিপদে পড়লে এই পুলিশদের সাথে যোগাযোগ করতে পারেন। সমস্যার সমাধান করবে। পাশাপাশি পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নের উত্তর বেশ গুরুত্বপূর্ণ।