Darjeeling Tour With NBSTC: থাকা-খাওয়া নো চিন্তা! শুধু ৭৫০০ দিলেই ৪ দিন দার্জিলিং ঘোরাবে NBSTC

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম জায়গা হিসাবে সবসময় দার্জিলিংকে (Darjeeling) ধরা হয়ে থাকে। দার্জিলিং এমন একটি জায়গা যেখানে রাজ্য, দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন হয় প্রতিনিয়ত। তবে নিকটবর্তী রেল স্টেশন নিউ জলপাইগুড়ি অথবা বিমানবন্দর বাগডোগরা থেকে হোটেল রিসোর্ট সহ গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে পর্যটকদের মধ্যে বরাবর তিক্ততা রয়েছে।

Advertisements

নিউ জলপাইগুড়ি অথবা বাগডোগরাতে নামার পর সেখান থেকে দার্জিলিংয়ে পৌঁছানোর ক্ষেত্রে প্রাইভেট যে সকল গাড়ি ভাড়া পাওয়া যায় তাদের দর প্রচুর। এসবের পরিপ্রেক্ষিতেই এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) নতুন নতুন প্যাকেজ, এনেছে যাতে একেবারে সস্তায় পর্যটকদের দার্জিলিং ট্যুর (Darjeeling Tour) করানো যায়। সবচেয়ে বড় বিষয় হলো, সরকারি এই ট্যুরে যারা অংশগ্রহণ করবেন তাদের কেবলমাত্র টাকা দিয়েই শান্তি। এরপর আর থাকা খাওয়া এসব নিয়ে কোন চিন্তা করতে হবে না। মাত্র সাড়ে সাত হাজার টাকার মধ্যেই থাকা খাওয়া সব দেওয়া হচ্ছে।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে এমন দার্জিলিং ট্যুর প্রায়সই করা হয়ে থাকে। এর জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://nbstc.in/tourism/ নজর রাখতে হবে। পরবর্তী যে দার্জিলিং ট্যুর রয়েছে তা রয়েছে ৩০ ডিসেম্বর। এই প্যাকেজ হবে চার দিন এবং তিন রাতের। প্যাকেজের টাকার মধ্যেই যেমন থাকা ও খাওয়ার খরচ ধরা রয়েছে ঠিক সেই রকমই খরচ ধরা রয়েছে হোটেল বা রিসোর্টে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরানোর ক্ষেত্রেও।

Advertisements

আরও পড়ুন ? Low budget hotels in Darjeeling: পকেট খালি নয়, দার্জিলিংয়ে ৬০০-১৫০০ টাকায় রাজকীয়ভাবে থাকা যায় এই সব সরকারি হোটেলে

প্রথম দিন পর্যটকদের জন্য হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকার পাশাপাশি রয়েছে দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা। দ্বিতীয় দিন টিফিন থেকে শুরু করে দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা থাকার পাশাপাশি ভোর সাড়ে তিনটের সময় টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। এর পাশাপাশি ওই দিন ঘুরে দেখানো হবে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, চিড়িয়াখানা, মিউজিয়াম, তেনজিং রক, রোপওয়ে, চা বাগান সহ বিভিন্ন দর্শনীয় জায়গা।

তৃতীয় দিন পর্যটকদের দার্জিলিংয়ে শপিং সহ টয় ট্রেন জয় রাইড ইত্যাদির জন্য ছেড়ে দেওয়া হবে। তবে এসব পুরোটাই করতে হবে নিজেদের খরচে। ঐদিন পর্যটকদের টিফিন এবং ডিনারের ব্যবস্থা রাখবে সংস্থা। চতুর্থ দিন টিফিন করার পর হোটেল থেকে চেক আউট করা হবে এবং পর্যটকদের নিজেদের বাড়ি ফেরার জন্য স্টেশন অথবা বিমানবন্দরে ছেড়ে দেওয়া হবে।

Advertisements