IPL Auction 2024: লাভের বদলে লোকসান! এবার IPL-এ বড় ক্ষতি মণীশ থেকে শাহরুখ, ৫ ক্রিকেটারের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Lowest Priced Cricketers in 2024 IPL Auction Than Last Time: ওডিআই বিশ্বকাপের গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার স্বীকার করতে হয় ভারতকে। তবে এবছরও ভারতের সামনে রয়েছে একটি বিশ্বকাপ জয়ের হাতছানি। আর সেই বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য আইপিএলের মঞ্চকে হাতিয়ার বানাতে চায় ক্রিকেটাররা। ইতিমধ্যে এবছরের আইপিএলের মিনি অকশনও (IPL Auction 2024) হয়ে গিয়েছে। আইপিএলের ১০ দলের মধ্যেই বেশ কিছু রদবদল দেখা গিয়েছে। কেউ গত বছর দুর্দান্ত পারফর্ম করে রয়ে গিয়েছেন পুরনো দলে আবার কেউ কেউ আশারূপ পারফরম্যান্স করতে না পেরে পুরনো দলে জায়গা হারিয়েছেন।

Advertisements

তবে এবারের অকশনের (IPL Auction 2024) দুইটি বড় চমক ছিল অস্ট্রেলিয়ার দুই পেস ব্যাটারি মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। কিন্তু প্রদীপের তলায় অন্ধকারও রয়েছে। এমনও বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা এবারের আইপিএলের অকশনে গতবারের তুলনায় খুবই ন্যূনতম দামে বিক্রি হয়েছেন। আজকের আলোচনা তাদেরকে নিয়েই।

Advertisements

আইপিএলের অকশনে বেশ কিছু ক্রিকেটার ফিরে গিয়েছেন তাদের পুরনো ডেরায়, যদিও গতবারের তুলনায় বেশ কম দামেই খেলতে হবে তাদের। এই তালিকায় নামি অনামি মুখের মধ্যে পাঁচ ভারতীয় তারকা ক্রিকেটার নিয়ে আলোচনা করা হলো। যাদের মধ্যে অন্যতম রয়েছেন শার্দূল ঠাকুর-মনীশ পান্ডে। শার্দূল এবং মনীশ যথারীতি তাদের পুরনো দল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স-এ ফিরে এলেও খেলতে হবে কম মূল্যতেই।

Advertisements

আরও পড়ুন ? Robin Minz: পোড়া কাঠের ব্যাটেই চার-ছক্কা! ৩.৬০ কোটি টাকায় IPL ভাগ্য খুলে দিল এই যুবকের

শার্দূল ঠাকুর

টেস্ট কিংবা ওয়ানডে ভারতীয় দলের অটোমেটিক চয়েজ শার্দূল ঠাকুর। তবে ভারতের বর্তমান টি-টোয়েন্টি দলে এমন একটা নিয়মিত নন তিনি। কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে দারুন পারফর্ম করে গেছেন বছরের পর বছর। তা সত্ত্বেও গত আইপিএল-এ খেলেছেন কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে। পারফরম্যান্স ভালো না থাকায় এ বছর জায়গা হারিয়েছেন দলে। অকশনে (IPL Auction 2024) নতুন করে ফিরে গিয়েছেন পুরনো দলেই। যদিও গত বছরের দাম ১০ কোটি ৭৫ লক্ষ টাকার বদলে এ বছর খেলতে হবে মোটে ৪ কোটি টাকায়। অর্থাৎ মোটের উপর ৬ কোটি ৭৫ লক্ষ টাকা লোকসান হচ্ছে এবার।

মণীশ পাণ্ডে

একসময় কলকাতা দলের নিয়মিত ও অন্যতম ভরসার নাম ছিল মণীশ পান্ডে। কলকাতার জেতা দুই ফাইনালের একটি প্রায় একার হাতেই জিতিয়েছেন তিনি। তবে কালের নিয়মে সেসব এখন অতীত। কলকাতা ছেড়ে পাড়ি জমিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস-এ। পারফরমেন্সে ভাটা পড়ায় আবারও ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্স-এ। গতবারের দাম ৪ কোটি ৬০ লক্ষ টাকার বদলে মোটে ৫০ লক্ষ টাকায় খেলতে হবে এবার। মোট ক্ষতির পরিমাণ ৪ কোটি ১০ লক্ষ টাকা।

চেতন সাকারিয়া

আইপিএলের মঞ্চে তেমন বড় নাম না হলেও বেশ পরিচিত মুখ হলেন চেতন সাকারিয়া। বেশ কয়েকটি আইপিএল দারুন পারফর্ম করা এই খেলোয়াড় গত বছর দিল্লিতে খেলেছিলেন ৪ কোটি ২০ লক্ষ টাকায়। আহামরি কোন পারফরম্যান্স না থাকায় এবার নিলামে উঠতে হয়েছে তাকে। নিলাম থেকে কেকেআর মাত্র ৫০ লক্ষ টাকায় তাকে দলে ভিড়িয়েছে অর্থাৎ গতবারের তুলনায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা ক্ষতিতে খেলতে হবে চেতন সাকারিয়াকে।

কার্তিক ত্যাগী

ভারতীয় ঘরোয়া ক্রিকেটের আন্ডার ১৯ সার্কিট থেকে উঠে আসা কার্তিক ত্যাগী গত আইপিএল খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। যেখানে তার দাম ছিল ৪ কোটি টাকা। কিন্তু পারফরম্যান্স ভালো না থাকায় হায়দ্রাবাদ তাকে ছেড়ে দেয়। এবারের আইপিএল অকশান (IPL Auction 2024) থেকে গুজরাট টাইটান্স তাকে ৬০ লক্ষ টাকায় কিনে নেয়। ফলে গতবারের তুলনায় ৩ কোটি ৪০ লক্ষ টাকা কমে খেলতে হবে কার্তিককে।

শাহরুখ খান

শাহরুখ খান আইপিএল-এর অন্যতম এক প্রতিভাবান ক্রিকেটার। গতবছর খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে। পারফরমেন্সও ছিল যথেষ্ট ভালো, তবে তা সত্ত্বেও তাকে এবার নিলামে তুলেছিল পাঞ্জাব। সেখান থেকে গুজরাট টাইটান্স তাকেৎ ৭ কোটি ৪০ লক্ষ টাকায় কিনে নেয়। ফলে গতবারের দাম ৯ কোটি টাকা থেকে ১ কোটি ৬০ লাখ টাকা কমে তাকে খেলতে হবে এ বছর।

Advertisements