Robin Minz: পোড়া কাঠের ব্যাটেই চার-ছক্কা! ৩.৬০ কোটি টাকায় IPL ভাগ্য খুলে দিল এই যুবকের

The first player of Tribal Community in IPL is Robin Minz: আসন্ন ২০২৪ এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই যেন এক তুমুল ঝড় চারিদিক তোলপাড় করে দিয়েছে। তার অন্যতম প্রধান কারণ হলো খেলোয়াড়দের নিলামের চোখ ধাঁধানো অংক। জনপ্রিয় দুই খেলোয়াড় মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে যে টাকার অংক অফার করা হয়েছে তার শুনে প্রথমে আচমকিত হয়েছে ক্রিকেটপ্রেমীরা। ২০২৪ এর আইপিএলের এই নিলামীতে সবচেয়ে বেশি নজর কেড়ে নিয়েছেন রবিন মিনজ (Robin Minz)। যে ক্রিকেটারকে নিয়ে এতদিন হয়তো সেভাবে হই-হুল্লোড় শোনা যায়নি, সেই ক্রিকেটারই এক লহমায় যেন সমস্ত স্পটলাইট ছিনিয়ে নিয়েছেন।

ভারতে ক্রিকেট খেলার প্রচলন যেমন বেশি, তেমনই অন্যান্য খেলার তুলনায় ক্রিকেট খেলা খুবই জনপ্রিয়। কিন্তু সকল খেলোয়াড়ের পক্ষে পাড়ার মাঠ ছেড়ে স্বনামধন্য ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে খেলা মোটেও সহজ নয়। এটি একটি কঠিন যাত্রা, যেখানে সকলের সাফল্য নিশ্চিত নয়। যাইহোক, রবিন মিনজ (Robin Minz) সমস্ত প্রতিকূলতাকে অস্বীকার করেছেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য বাছাই করা প্রথম আদিবাসী ক্রিকেটার হয়েছেন। আর তিনি ৩ কোটি ৬০ লক্ষ টাকায় গুজরাটের সাথে যুক্ত হন।

চলুন এবার একটু পুরনো দিনে ফিরে যাওয়া যাক। রবিন মিনজ ঝাড়খন্ডের গুমলা জেলার সিমলা গ্রামের এক নিম্নবিত্ত আদিবাসী পরিবারের ছেলে। তার বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জ ছোটবেলায় বেশ বহু বছর ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন। তারপর তিনি সৈন্য বিভাগে চাকরি পান। বর্তমানে তিনি এয়ারপোর্ট নাইট গার্ডের চাকরি করে খুব কষ্টে সংসার চালান। তবে রবিন ছোট দেখেই বাবার মতো ক্রিকেটপ্রেমী ছিলেন।

ফ্রান্সিস, তখনও একজন সেনাসদস্য, সেই সময় মাত্র দুই বছর বয়সী রবিন বেত দিয়ে নুড়ি মারতে চেষ্টা করছেন। তিনি কাঠের টুকরো থেকে একটি ব্যাট তৈরি করেছিলেন এবং বাজার থেকে একটি বল এনেছিলেন এবং তখন থেকেই রবিনের ক্রিকেট খেলার স্বপ্ন শুরু হয়েছিল। যেহেতু রবিন ছাড়াও তার দুই বোন রয়েছে, তাই তার বাবার পক্ষে ওই অল্প টাকায় শখ পূরণ করা ছিল সাধ্যের বাইরে। মাঝেমধ্যেই লোকজনের কাছ থেকে টাকা ধার করে ক্রিকেটের সরঞ্জাম কিনে দিতেন। এমনও দিন গেছে যখন উনুনে রান্না করার পর সেই আগুনে পোড়া কাঠ দিয়ে ব্যাট তৈরি করে ক্রিকেট খেলার সাধ মেটাতেন রবিন।

আরও পড়ুন 👉 IPL 2024 Sponsor: খেলার দুনিয়াতেও বাড়ল চাপ! চিনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিচ্ছে BCCI

১৯শে ডিসেম্বর যখন প্রত্যেকটি খেলোয়াড়রা চাতক পাখির মত চেয়েছিলেন প্রতিটি টিমের দিকে, সেই সময় রবিনের মা ও বোন ও টিভির দিকে হা করে বসেছিলেন তার নামটি শোনার জন্য। আর রবিনের বাবা তখন ক্রমাগত ভগবানের কাছে রবিন এর নামে প্রার্থনা করছিলেন। ঠিক সেই সময় রবিন মিনজের নামটি কানে ভেসে আসে তার মা বোনের। টাকার অঙ্কটি শুনে কান্নায় ভেঙে পড়ে। এ যেন তাদের কল্পনারও অতীত। তারা যে এখন কোটিপতি।

আসলে চেন্নাই সুপার কিংস ধরে নিয়েছিল যে তাদের টিমে রবিন মিনজ থাকবেই। ঠিক যে সময় তারা রবিন মিনজকে (Robin Minz) নিজের দলের টানার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মুহূর্তে গুজরাট সাড়ে ৩ কোটিরও বেশি টাকা অফার করে নিমেষের মধ্যে কিনে নেন রবিনকে। সেই ছোট্ট গ্রাম থেকে উঠে আসা আদিবাসী কম কথা বলা এক বাঁ-হাতি ক্রিকেটার এবার যেন তার ব্যাটের যাদুতে তাক লাগিয়ে দিল গোটা বিশ্বকে।