এবার বাড়ল রান্নার গ্যাস কানেকশনের খরচ, দিতে হবে এত টাকা

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই গৃহস্থালিদের বাড়িতে রান্নার গ্যাসের জনপ্রিয়তা বেড়েছে। কম সময়ে রান্না, পরিবেশ দূষণ কম হওয়া, পরিশ্রম কম হওয়ার কারণে এখন বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস কানেকশন পৌঁছে গিয়েছে। অন্যদিকে আবার দুঃস্থ দরিদ্রদের বাড়িতে এই গ্যাস কানেকশন পৌঁছে যাওয়ার কারণে রয়েছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প।

কিন্তু গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়তে বাড়তে আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা দরিদ্র মানুষেরা ২০০ টাকা পর্যন্ত ভর্তুকি পেলেও বাকিদের ক্ষেত্রে কিন্তু অসহ্য হয়ে দাঁড়িয়েছে রান্নার গ্যাস। এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার মুহূর্তে আরও একটি খারাপ খবর পাওয়া যাচ্ছে রান্নার এই গ্যাস সংক্রান্ত।

এবার রান্নার গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি খরচ করতে হবে গ্রাহকদের। ১৪.২ কেজি হোক অথবা ৫ কেজি ওজনের রান্নার গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট চার্জ অনেকটাই বাড়ানো হয়েছে রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে। এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে ১৬ জুন থেকে।

এখন যদি কোনো গ্রাহক নতুন করে রান্নার গ্যাস কানেকশন নিতে চান তাহলে তাকে ১৪.২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে ৭৫০ টাকা এবং ৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে ৩৫০ টাকা বেশি গুনতে হবে। এক ধাক্কায় এই বিপুল পরিমাণ খরচ বেড়ে যাওয়া যেকোনো নাগরিকদের কাছেই ব্যয় সাপেক্ষ।

গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে নতুন যে সিকিউরিটি ডিপোজিট ধার্য করা হয়েছে তাতে বলা হয়েছে, গ্রাহকদের খরচ হবে ২২০০ টাকা। আগে ছিল ১৪৫০ টাকা। এছাড়াও ২৫০ টাকা রেগুলেটর, ২৫ টাকা পাসবুক চার্জ ও ১৫০ টাকা পাইপের চার্জ আলাদা করে দিতে হবে। ফলে যদি কোনও গ্রাহক নতুন গ্যাস সিলিন্ডারের কানেকশন নিতে চান তার মোট খরচ পড়বে ৩৬৯০ টাকা। যদি কোনও গ্রাহক ডবল সিলিন্ডার নিতে চান তাহলে খরচ পড়বে ৪৪০০ টাকা। ৫ কেজি ওজনের গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে আগে যেখানে দিতে হতো ৮০০ টাকা সেখানে এখন দিতে হবে ১১৫০ টাকা।