নিজস্ব প্রতিবেদন : আগে থেকেই অনুমান করা হচ্ছিল ফেব্রুয়ারি মাসে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাবে। সেই অনুমানকে সত্যি করেই গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে ফেব্রুয়ারি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা করে দিল। নতুন ঘোষণার পর চলুন দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসে কত টাকা বেশি পড়বে রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG New Price) পিছনে।
বর্তমানে রান্নার গ্যাস এমন একটি জরুরী জিনিস হয়ে দাঁড়িয়েছে যে এটি ছাড়া বাড়িতে ভাতের হাঁড়ি চাপবে না বলাই যায়। যে কারণে রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে কোনরকম পরিবর্তন এলেই তার বড় প্রভাব পড়ে বাড়িতে বাড়িতে। আমরা সাধারণত দু’ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি। এক ধরনের হলো গৃহস্থালিদের জন্য ব্যবহৃত রান্নার গ্যাস এবং উন্নতি হল বাণিজ্যিক রান্নার গ্যাস। এক্ষেত্রে চলুন দেখে নেওয়া যাক কোথায় কতটা পরিবর্তন এলো।
ফেব্রুয়ারি মাসে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বিভিন্ন শহরের ভিত্তিতে বিভিন্ন পরিবর্তন এসেছে। যেমন কলকাতায় দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ১৮ টাকা, দিল্লিতে দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ১৪ টাকা, মুম্বাইয়ে দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ১৫ টাকা এবং চেন্নাইয়ে দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ১২.৫০ টাকা। দাম বৃদ্ধির পর কত দাম হলো বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের?
আরও পড়ুন ? লোহার গ্যাস সিলিন্ডারের দিন শেষ করে দিতে চলেছেন মোদি! ফের বড় সিদ্ধান্ত কেন্দ্রের
দাম বৃদ্ধির পর কলকাতায় ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৮৬৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮৮৭ টাকা। দিল্লিতে ১৭৬৯.৫০ টাকার খরচ করতে হবে, আগে যেখানে খরচ করতে হতো ১৭৫৫.৫০ টাকা। মুম্বাইয়ে এখন ১৭০৮.৫০ টাকার বদলে খরচ করতে হবে ১৭২৩.৫০ টাকা। চেন্নাইয়ে ১৯২৪.৫০ টাকার বদলে খরচ করতে হবে ১৯৩৭ টাকা।
তবে এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসেও দেশের নাগরিকরা এক জায়গাতেই খুশির খবর পাচ্ছেন আর সেই খবর হলো ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দামে কোনরকম বদল আনা হয়নি। ফলে গত জানুয়ারি মাসে যে দামে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারি মাসেও সেই একই দামে পাওয়া যাবে।